Centre On Mamata Banerjee's Letter: মুখ্যমন্ত্রীর দ্বিতীয় চিঠিতে তথ্যগত ভুল, ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠির উত্তরে মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, ধর্ষণ, খুনের মত জঘন্যতম অপরাধের বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইন আছে। জানুন বিস্তারিত...

Centre On Mamata Banerjee's Letter: মুখ্যমন্ত্রীর দ্বিতীয় চিঠিতে তথ্যগত ভুল, ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার নিয়ে মমতাকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করের পোস্ট গ্রাজুয়েট তরুণী ডাক্তারের হত্যাকাণ্ডে তোলপাড় গোটা দেশ। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের জন্য কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেই চিঠির জবাব পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাবি চিঠি প্রধানমন্ত্রী নয়, দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী। 

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠির উত্তরে মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, ধর্ষণ, খুনের মত জঘন্যতম অপরাধের বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইন আছে। তবে বাংলায় যা হয়েছে তার জন্য রাজ্য প্রশাসনের সব স্তরের কর্তাদের আরও সংবেদনশীল হয়ে ইতিবাচক ভাবে দ্রুত কাজ করতে হবে। সেই বার্তায় দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পরামর্শ, ধর্ষণ রোধে কড়া শাস্তি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের যাবতীয় আইনি সংস্থান আছে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায়। 

আরও পড়ুন: https://tribetv.in/Last-time-Durand-champions-Mohun-Bagan-are-desperate-to-win-their-first-trophy-on-todays-match

চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, শুধুমাত্র ধর্ষণ এবং পকসো মামলার শুনানির জন্য কেন্দ্রীয় প্রকল্পের অধীনে যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট গঠন হওয়ার কথা আর পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ফাস্ট ট্র্যাক কোর্ট এক নয়। পশ্চিমবঙ্গে এখনও ৪৮ হাজার ৬০০ টি ধর্ষণ এবং পকসো মামলার শুনানি শেষ হয়নি বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, এই ধরনের কোর্টে বিচারবিভাগীয় আধিকারিকদের অভাব আছে বলে যে দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তথ্যগতভাবে ভুল বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।  

আরও পড়ুন: https://tribetv.in/Adhir-Chowdhury-call-for-religious-leaders-to-protest-against-the-RG-incident

অন্যদিকে, আরজি কর কাণ্ডের ২০ দিন পার। বিচার অধরা। সব স্তরের মানুষ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদের ঢেউয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে অরাজকতার চিত্র চরমে। ডাক্তারদের লাগাতার কর্মবিরতির জেরে রোগীশূন্য আউটডোর। দূরদুরান্ত থেকে শহরের হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে এসে পরিষেবা না পেয়ে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও আরজি কর নিয়ে রাজ্যজুড়ে এই অরাজকতার পরিস্থিতি তৈরি হওয়ার জন্য শাসক শিবির তৃণমূল কংগ্রেসকেই দুষছে বিজেপি। যদিও মৃত্যু নিয়ে অকারণে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি করছে বলে বিজেপিকে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।