Tollywood News: প্রয়াত 'নায়িকা সংবাদ'র নায়িকা অঞ্জনা ভৌমিক

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি ছিলো দর্শকমহলের কাছে প্রশংসনীয়। সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করতেন, উত্তমকুমারের সঙ্গে অঞ্জনার কেমিস্ট্রি জমজমাট।

Tollywood News: প্রয়াত 'নায়িকা সংবাদ'র নায়িকা অঞ্জনা ভৌমিক
অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: চলে গেলেন স্বর্ণযুগের স্বনামধন্য নায়িকা অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmick)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই বর্ষীয়াণ অভিনেত্রী। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে শেষরক্ষা হল না। ৭৯ বছর বয়সেই নিভে গেল জীবনপ্রদীপ। 'নায়িকা সংবাদ' খ্যাত অভিনেত্রীর প্রয়াণে শোকাহত বাংলা চলচ্চিত্র জগৎ। 

মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি ছিলো দর্শকমহলের কাছে প্রশংসনীয়। সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করতেন, উত্তমকুমারের সঙ্গে অঞ্জনার কেমিস্ট্রি জমজমাট। তবে স্বল্প সময়ের বিনোদন জগতে একাধিক সিনেমায় মহানায়কের নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অঞ্জনা ভৌমিককে। তাঁর জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে অন্যতম হল, 'নায়িকা সংবাদ', 'মহাশ্বেতা', 'চৌরঙ্গী', 'থানা থেকে আসছি'। অভিনেত্রীর জন্ম ১৯৪৪ সালে। কোচবিহারে মেয়ে, নাম ছিল আরতি ভৌমিক।

আরও পড়ুন:  https://www.tribetv.in/BJP-MLAs-Protest-At-Raj-Bhavan-Seeking-Governors-Intervention-In-Sandeshkhali-Case

২০ বছর বয়সে বাংলা সিনেমায় তাঁর অভিষেক হয় 'অনুষ্টুপ চন্দ' ছবির মাধ্যমে। তবে প্রথম ছবি মুক্তির আগেই তিনি নাম বদলে হন অঞ্জনা।  বরাবরই সিনে প্রেমীদের পছন্দের নায়িকার তালিকায় উপরের দিকেই ছিলেন অঞ্জনা ভৌমিক। তবে নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করেছিলেন অঞ্জনা। বিয়ের পর থেকেই অভিনয় জগতের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। তিনি বরাবরই বিশ্বাস করতেন, দর্শকদের অপেক্ষা করানোর মধ্যেই অভিনেতার সাফল্য। যদিও আশির দশকের পর সে ভাবে আর কোনও দিনই পর্দায় দেখা যায়নি তাঁকে।

আরও পড়ুন: https://www.tribetv.in/Judge-expresses-anger-over-SSC-Scam-judicial-process

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বহু বছর ধরেই ছিলেন অন্তরালে। দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা দু'জনেই এক সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিপাড়ার সফল প্রযোজক। তাঁর স্বামী অভিনেতা যিশু সেনগুপ্ত চুটিয়ে অভিনয় করছেন। কয়েক বছর আগে 'উমা' সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে অর্থাৎ অঞ্জনার নাতনি সারার। যদিও তারপরে সারাকে আর সেভাবে দেখা যায়নি বিনোদন জগতে।