লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত অন্তত ৩৫, রেড অ্যালার্ট জারি ১১ জেলায়

প্রবল বৃষ্টির কারণে বর্তমানে নদীর জল বিপদসীমার ৯ ফুট উপর দিয়ে বইছে। এর ফলে নদীর জল ঢুকে পড়েছে নিচু এলাকাগুলিতে। সেইসঙ্গেই ঢুকেছে কুমিরও। জানুন বিস্তারিত...

লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে, মৃত অন্তত ৩৫, রেড অ্যালার্ট জারি ১১ জেলায়
Gujarat Flood after Heavy Rain

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষায় দেশজুড়ে দুর্ভোগ অব্যাহত। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট (Gujarat)। একের পর এক এলাকা জলে ডুবে যাচ্ছে। এখনও পর্যন্ত দুর্যোগের বলি ৩৫ জন। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও মোদি-শাহর রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

মাসখানেক পেরিয়ে গেলেও বৃষ্টি থামার নাম নেই উপকূলে। এক টানা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে গুজরাতের বহু নদী। গোল্ডেন ব্রিজের কাছে নর্মদা বিপদসীমার উপর দিয়ে বইছে। ফুঁসছে বিশ্বামিত্রী নদীও। বিশ্বামিত্রী নদী বরোদা শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির কারণে বর্তমানে নদীর জল বিপদসীমার ৯ ফুট উপর দিয়ে বইছে। এর ফলে নদীর জল ঢুকে পড়েছে বরোদা এবং আশপাশের নিচু এলাকাগুলিতে। সেই জলের সঙ্গেই ঢুকেছে নদীর অনেক কুমিরও।

আরও পড়ুন:  https://tribetv.in/Mamatas-declaration-of-passing-the-law-in-the-assembly-demanding-anti-rape-law

তিন দিনে সেই রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার মানুষকে। তবে প্রশাসনের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও গুজরাটের ১১টি জেলায় ভারী বৃষ্টি হবে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের কারণেই গুজরাটে প্রবল বর্ষণ হচ্ছে বলে মনে করছেন আবহবিদেরা। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দর জেলায়। শুধু দেবভূমি দ্বারকা জেলাতেই ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: https://tribetv.in/The-Kolkata-Police-has-imposed-a-60-day-ban-on-any-gatherings-and-protests-in-several-important-areas-of-the-city

জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে যৌথ ভাবে অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। বৃহস্পতিবার সকালেই বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকমের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।