রাতের শৈল শহরে মিলবে টয়ট্রেন পরিষেবা, সুযোগ মিস করবেন না....

আগামী ১২ নভেম্বর থেকে দার্জিলিঙের ঘুমে শুরু হচ্ছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। প্রায় ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত ভারতের সর্ব্বোচ্চ উঁচু জায়গায় এই স্টেশন।

রাতের শৈল শহরে মিলবে টয়ট্রেন পরিষেবা,  সুযোগ মিস করবেন না....

ট্রাইব টিভি ডিজিটাল: 'এসেছে শরত, হিমের পরশ....' নভেম্বর ডিসেম্বরের হিমেল হাওয়া গায়ে লাগলেই মনটা যেন কেমন ঘুরি-ঘুরি করে। ঘুরতে যেতে কে না পছন্দ করেন। আর বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় সবার প্রথমে যে তিনটি নাম থাকে সেগুলি হল- দীপুদা (দীঘা,পুরি,দার্জিলিং)। আর এই শীতে শৈল শহর দার্জিলিং আরও মনোরম এবং আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। দার্জিলিং ঘুরতে গিয়ে এবার রাতেও টয় ট্রেন সফরের আনন্দ নিতে পারবেন পর্যটকরা। 

 আগামী ১২ নভেম্বর থেকে দার্জিলিঙের ঘুমে শুরু হচ্ছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। প্রায় ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত ভারতের সর্ব্বোচ্চ উঁচু জায়গায় এই স্টেশন। যেখানে গত বছরও এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল। তবে এবার এই ফেস্টিভ্যালে কিছুটা চমক দিতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ১২ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল চলাকালীন বেশ কয়েকদিন রাতে দার্জিলিঙে জয় রাইড চালানোর চিন্তাভাবনা নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। সেটা বাস্তবায়ন হলেই শীতের সন্ধ্যায় সেই সময় টয় ট্রেনে বসে পাহাড়ের সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন পর্যটকেরা। 

দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয় ট্রেন আসবে। এরপর ফের ফিরে যাবে দার্জিলিং স্টেশনে। প্রায় ১০ কিলোমিটার পথ। মূলত ফেস্টিভ্যালের আকর্ষণ বাড়াতে রাতে টয় ট্রেন চালানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। যদিও এখনও দিন ও সময় কী থাকবে তা চূড়ান্ত হয়নি। তা চূড়ান্ত হয়ে গেলেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানিয়ে দেওয়া হবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু জানান, ফেস্টিভ্যাল চলাকালীন কয়েকদিন নাইট জয় রাইড চালানো হবে। এছাড়াও কর্মসূচিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। তাহলে আর দেরী কেন? রাতের শৈল শহরে জয়রাইড উপভোগ করতে আপনার গন্তব্য হোক দার্জিলিং(Darjeeling)।