শিয়রে পঞ্চায়েত ভোট, শুরু তৃণমূলের 'চলো গ্রামে যাই' কর্মসূচি

নবদ্বীপে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার বড়াল ঘাট থেকে রাধাবাজার পর্যন্ত চলো গ্রামে যায় কর্মসূচি পালন করা হয়।

শিয়রে পঞ্চায়েত ভোট, শুরু তৃণমূলের 'চলো গ্রামে যাই' কর্মসূচি

ট্রাইব টিভি ডিজিটাল: চলো গ্রামে যাই। পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি। বিশেষ এই কর্মসূচি পালন করছে মহিলা তৃণমূল কংগ্রেস। গত ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে চলো গ্রামে যাই এই কর্মসূচি। এই কর্মসূচির ফলে বুথ ভিত্তিক রিপোর্ট হাতে পাবেন তারা। এর পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। 

নবদ্বীপে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার বড়াল ঘাট থেকে রাধাবাজার পর্যন্ত চলো গ্রামে যায় কর্মসূচি পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপিতা। নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়াল ঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে রাধাবাজার মোড় পর্যন্ত এক মহা মিছিল করে নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিনের এই মিছিলে নেতৃত্বে ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ শহরের একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা।  

জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমে একদিকে গ্রামের মহিলারা যাবেন বাড়ি বাড়ি। অন্যদিকে পঞ্চায়েতি রাজ সম্মেলন মহিলাদের নিয়ে করা হবে। আপাতত আগামী ৭৫ দিন ধরে চলবে এই রাজনৈতিক কর্মসূচি। দলীয় সূত্রে খবর, প্রতি ২৫ দিন অন্তর অন্তর রিপোর্ট দেওয়া হবে। তার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি স্থির করা হবে।