একলা চলো নীতি, সংসদের বাইরে ধর্নায় তৃণমূল

দিনকয়েক আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে কারও সঙ্গে নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে

একলা চলো নীতি, সংসদের বাইরে ধর্নায় তৃণমূল

ট্রাইব টিভি ডিজিটাল: কংগ্রেসের সঙ্গে আর নয়, এককভাবেই কেন্দ্রবিরোধী লড়াইতে নামছে তৃণমূল কংগ্রেস। তা সংসদের ভিতরে হোক বা বাইরে। ‘একলা চলো’ নীতি নিয়েছে তৃণমূল। আর মঙ্গলবার আদানি-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে গান্ধীমূর্তির নিচে ধরনায় বসলেন তৃণমূল সাংসদরা।

দিনকয়েক আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে কারও সঙ্গে নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে। কংগ্রেসের সমালোচনাও করেছিলেন কঠোর ভাষায়। এবার তারই প্রতিফলন দেখা যাচ্ছে সংসদে। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিনেই সকালে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলের নেতাদের বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে আমন্ত্রণ পেলেও তৃণমূলের কেউই হাজির ছিলেন না।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাফ জবাব, বাংলায় কংগ্রেস যা করছে তারপরে সংসদে তাঁদের সঙ্গে তাল মেলানো তৃণমূলের পক্ষে সম্ভব নয়। তৃণমূল নিজেদের মতো কর্মসূচি পালন করব। সেই অবস্থান থেকেই এদিন খাড়গের নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে ধরনাতেও তৃণমূল যায়নি। লোকসভায় কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে হইচই করলেও নিজেদের আসনেই বসে ছিলেন তৃণমূল সাংসদরা। আর মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সকাল দশটা নাগাদ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা শুরু করলেন তৃণমূল সাংসদরা। এসবিআই, এলআইসি-তে সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের ভবিষ্যৎ কী, কেন্দ্র সরকার জবাব দিক – পোস্টারে এই দাবি তুলে ধরে অর্থাৎ এককথায় আদানি ইস্যুকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করে তৃণমূল।

এদিকে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মেঘালয় নির্বাচনের আগে বলতে শোনা গিয়েছিল, কংগ্রেসের সঙ্গে নয় বরং তৃণমূল কংগ্রেস একাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাঠে ময়দানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র যিনি শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করছেন। এদিকে, আবার বিরোধী রাজনৈতিক দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে এজেন্সিগুলির অপব্যবহার ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।