ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা পার করেছে ২১ হাজার। যারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন, তাদের বাঁচার আলোও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া, মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

ট্রাইব টিভি ডিজিটাল: কেটে গিয়েছে ভূমিকম্পের ৭২ ঘণ্টা। সোমবারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক-সিরিয়া। ভোররাতে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষই তখন ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পে ঘুম ভাঙলেও বাড়ি থেকে বেরিয়ে আসার আর সুযোগ পাননি তারা। ভেঙে পড়া বাড়িঘরের নীচেই চিরনিদ্রায় চলে গিয়েছেন অধিকাংশ মানুষ। আর দিন যত যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। 

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা পার করেছে ২১ হাজার। যারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিলেন, তাদের বাঁচার আলোও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কারণ ভূমিকম্পের পরে ৭২ ঘণ্টা কেটে গিয়েছে। আহত অবস্থায় এতক্ষণ জল, খাবার ছাড়া বেঁচে থাকতে পারবেন, এমন আশা প্রায় ছেড়েই দিচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। তবে থামানো হচ্ছে না উদ্ধারকাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া মিলিয়ে এখনও অবধি ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই। এছাড়াও হাজার হাজার গৃহহীন মানুষ ঠান্ডা ও খিদেয় অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছেন। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই সিরিয়ায় আসছেন WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়াসুস।

এখনও চলছে উদ্ধারকাজ। তবে ধ্বংসস্তূপ থেকে যাঁদের বের করে আনা হচ্ছে তাঁদের প্রায় সকলেই মৃত। বাড়তে থাকা মৃতের সংখ্যার পাশাপাশি প্রবল শৈত্য ও খিদের জ্বালায় জ্বলছেন ভূমিকম্পে গৃহহারা মানুষেরা। এখনও পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৫১-তে। এর মধ্যে সিরিয়াতে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। বাকিরা তুরস্কের। আহতের সংখ্যা ৭২ হাজার ৮৭৯। এদিকে তুরস্ক ও সিরিয়ার মানুষের অভিযোগ, উদ্ধারকাজ ও ত্রাণ বণ্টন ঠিকভাবে হচ্ছে না। আসলে ভূমিকম্পের অভিঘাতে সড়কপথ কার্যতই বিপর্যস্ত। তার উপর চলছে শৈত্য প্রবাহ। এই পরিস্থিতিতে কাজ করতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।

স্থানীয়রা অভিযোগ করছেন, ভূমিকম্পে বাঁচলেও শীত আর খিদে জ্বালায় মরতে হবে তাঁদের। কোথাও কোথাও খাবার জলটুকু মিলছে না। বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রেসিডেন্ট তায়িপ এর্দোয়ানকে হতাশার সুরে বলতে দেখা গিয়েছে, সব জায়গায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল।এদিকে ভারত- সহ বহু দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক ও সিরিয়ার দিকে। ভারতের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। যুদ্ধ তৎপরতায় চলছে আর্তদের উদ্ধারকাজ।