Bengal Global Business Summit 2023: বিনিয়োগ টানতে শুরু হচ্ছে ২ দিনের বাণিজ্য সম্মেলন, তোপ বিরোধীদের

২০১৫ সাল থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করেন। প্রতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির শিল্পপতি, উদ্যোগপতি, স্টার্টআপ ব্যবসায়ীরা বাংলায় এসে এই সম্মেলনে যোগ দেন। জানুন বিস্তারিত...

Bengal Global Business Summit 2023: বিনিয়োগ টানতে শুরু হচ্ছে ২ দিনের বাণিজ্য সম্মেলন, তোপ বিরোধীদের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আগামীকাল একুশে নভেম্বর কলকাতায় দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে (Biswa Bangla Buisness Summit 2023)। এই সম্মেলনে ২৮টি দেশের প্রতিনিধিরা আসবেন। আজকে জাপান আমেরিকা, কেনিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং ফিনল্যান্ডের প্রতিনিধিরা। থাকবেন বিশ্ব ব্যাংক (IMF) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ADB) প্রতিনিধি রাও। সব থেকে বড় প্রতিনিধি দল আসবে ব্রিটেন থেকে। দেশ-বিদেশি বহু শিল্পপতি এই সম্মেলনে আসছেন। আসবেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

আদানি গ্রুপে গৌতম আদানী। নিরানন্দনী গ্রুপের কর্ণধার। এছাড়াও থাকবেন এই রাজ্যের ও দেশের শিল্পপতিরাও দু'দিনের সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে উৎসবের মুড সবে কাটিয়ে ওঠা কলকাতার রাজপথ সেজে উঠছে। কলকতার রাস্তার ডিভাইডারগুলিতে রঙ করার কাজ চলছে, খারাপ হয়ে যাওয়া রাস্তা মেরামতের কাজও চলছে। শহরের বিভিন্ন প্রান্তে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বড় হোর্ডিং লাগানো হয়েছে। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লাগানো হচ্ছে। সব মিলিয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। 

বাংলায় বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী Mamata Banerjee বিগত ২০১৫ সাল থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করেন। প্রতিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রথমসারির শিল্পপতি, উদ্যোগপতি, স্টার্টআপ ব্যবসায়ীরা বাংলায় এসে এই সম্মেলনে যোগ দেন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, স্পেন, জার্মানি, লুক্সেমবার্গ সহ ২০টি দেশের শিল্পপতিরা। এছাড়াও হাজারের বেশী অতিথি, দেশে বিদেশের ৩৫ জন প্রথমসারির শিল্পপতিরা থাকবেন এবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্যিক সম্মেলনে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি এই সম্মেলন হবে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন ও ধনধান্য অডিটোরিয়ামেও। শুধু তাই নয়, এই বাণিজ্যে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্যই হল, বড় বিনিয়োগ। বড় মাপের বিদেশী বিনিয়োগ আনার চেষ্টা।