Kolkata Crime News: আনন্দপুরে পানশালায় তাণ্ডব, পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২

ধৃত দুজন হলেন সৌগত সেনগুপ্ত এবং সুশান্ত ঘোষ ওরফে লম্বু। রাত ১১টা ৪০ মিনিট নাগাদ পোড়া বসতি এলাকায় হানা দেয় আনন্দপুর থানার পুলিশ। সেখান থেকে সৌগতকে গ্রেফতার করে।

Kolkata Crime News: আনন্দপুরে পানশালায় তাণ্ডব, পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আনন্দপুরে পানশালায় দুষ্কৃতী হামলায় আরও দু জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতরা হল বছর ৪৮-এর বয়সী সৌগত সেনগুপ্ত ওরফে টেপা। এবং ৫২ বছর বয়সী সুশান্ত ঘোষ ওরফে লম্বু। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পানশালার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চিহ্নিত করে দুজনকে। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজন হলেন সৌগত সেনগুপ্ত এবং সুশান্ত ঘোষ ওরফে লম্বু। রাত ১১টা ৪০ মিনিট নাগাদ পোড়া বসতি এলাকায় হানা দেয় আনন্দপুর থানার পুলিশ। সেখান থেকে সৌগতকে গ্রেফতার করে। তার আগেই অবশ্য খাল পাড়ে অভিযান চালিয়ে সুশান্তকে গ্রেফতার করেছিল তারা। দুজনকেই রবিবার আদালতে তোলা হবে। দুজনেই ভাঙচুরের সঙ্গে সরাসরি যুক্ত বলে খবর। ইতিপূর্বে আনন্দপুরে পোড়াবস্তির বাসিন্দা দীপঙ্কর দাস (৩৬) এবং মহিন্দ্রপ্রসাদ গুপ্ত (৩৫) নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে বিশ্বজিৎ মণ্ডল নামে একজনকেও গ্রেফতার করা হয়। পরে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছিল। 

আরও পড়ুন: https://tribetv.in/A-fire-broke-out-in-the-AC-coaches-of-the-express-train-from-korba-to-Visakhapatnam-railway-station

আনন্দপুরের (Anandapur) পানশালায় একদল দুষ্কৃতী হামলা চালায়। পানশালার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ম্যানেজার-সহ কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় পানশালার সিসিটিভি ক‌্যামেরাও। কর্তৃপক্ষের অভিযোগ, রাতভর পানশালার বাইরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। তবে গোটা ঘটনায় পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে অভিযুক্তরা।