ঋণে জর্জরিত, মানসিক অবসাদে অনডিউটি সার্ভিস রিভলবার চালিয়ে আত্মঘাতী জওয়ান

দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামে সাদ্দাম খান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ।

ঋণে জর্জরিত, মানসিক অবসাদে অনডিউটি সার্ভিস রিভলবার চালিয়ে আত্মঘাতী জওয়ান

ট্রাইব টিভি ডিজিটাল: সীমান্তের আউট পোস্টে ডিউটি করছিলেন তিনি। হঠাৎই নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক সেনা জওয়ান। ঘটনায় মুহুর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে তার রক্তাক্ত দেহ। এরপর অন্যান্য সহকর্মী এবং এলাকাবাসীর প্রচেষ্টায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তেহট্ট থানার নফর চন্দ্রপুরে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত ওই জওয়ানের নাম সঞ্জয় কুমার প্যাটেল(৩৪)। এদিকে মৃতের কাছ থেকে গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যা বিভাগীয় তদন্তাধীন। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই সেনা জওয়ান অতিরিক্ত ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। হয়তো সেই সংক্রান্ত বিষয়ে হতাশ হয়ে এই সিদ্ধান্ত। বুধবার তাঁর মরদেহ গুজরাটে পাঠানোর ব্যবস্থা করছে বিএসএফ।

অন্যদিকে,  দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামে সাদ্দাম খান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০ মেট্রিক টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। যার বাজার দর আনুমানিক ১০ লাখ টাকা। জানা যায়, সাদ্দাম খান তাঁর বাড়িতে কয়লার ডিপো করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে হানা দেয়। অভিযোগ, সাদ্দাম খান পুলিশকে দেখে চম্পট দেয়। ঘটনায় সাদ্দাম খানের হদিশ পেতে তল্লাশি শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।