পাম অ্যাভেনিউয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ শ্রদ্ধা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

'বুদ্ধদেব বাবু যত বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়তো এখনও হয়নি।' আর কী বলেছেন মুখ্যমন্ত্রী, জানুন বিস্তারিত...

পাম অ্যাভেনিউয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ শ্রদ্ধা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাম রাজনীতির অন্তিম নক্ষত্র পতন। বাংলার ৩৪ বছরের বাম জমানার দ্বিতীয় তথা শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বৃহস্পতিবার সকাল ৮:২০ মিনিটে দক্ষিণ কলকাতায় পাম অ্যাভেনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সব রকম সহযোগিতারও কথাও বলেছেন তিনি।

২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। তাঁর প্রয়াণে কার্যত শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তৃণমূলের নেতা-কর্মী থেকে বিজেপি, কংগ্রেস নেতা-কর্মী সকলেই শোকবার্তা প্রদান করেছেন সমাজমাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পাম অ্যাভেনিউয়ের বাড়িতে সায়িত বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসেন। সেখানেও গভীরভাবে শোকপ্রকাশ করেন তিনি। একইসঙ্গে আজ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: https://tribetv.in/former-Chief-Minister-of-West-Bengal-Buddhadeb-Bhattacharjee-Passes-Away

আজ পিস ওয়ার্ল্ডে রাখা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে জনসাধারণের শ্রদ্ধার্ঘের জন্য সায়িত থাকবে দেহ। আগামীকাল বিকেল চারটেয় শুরু হবে শেষ যাত্রা। তার মরণোত্তর দেহ তিনি দান করে গিয়েছেন। শেষ যাত্রা শেষে দান করা হবে তাঁর দেহ। 

আরও পড়ুন:https://tribetv.in/BSF-Issued-high-alert-due-to-ongoing-situations-of-Bangladesh

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও বলেন, 'বুদ্ধদেব বাবু যত বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি ছিল। তাঁর মৃত্যুর বয়স হয়তো এখনও হয়নি। কিন্তু তাঁর শারীরিক সমস্যা ছিল, শ্বাসকষ্ট হত। আমি তাঁর পরিবারের সকলকে, সিপিএম তথা বামফ্রন্টের প্রত্যেককে এবং আমাদের প্রত্যেক সহনাগরিককে সমবেদনা জানাচ্ছি।'