নারী সুরক্ষায় ব্যর্থ কেন্দ্র, প্রধানমন্ত্রী মোদির পদত্যাগের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

নারী সুরক্ষায় বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলির নারীদের অবস্থার কথা তুলে ধরেন। উল্লেখ করেন, গুজরাটের বিলকিস বানো থেকে উন্নাও, উত্তরপ্রদেশের হাথরসের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা। পড়ুন বিস্তারিত...

নারী সুরক্ষায় ব্যর্থ কেন্দ্র, প্রধানমন্ত্রী মোদির পদত্যাগের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করের তরুণী চিকিৎসক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। নারকীয় এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় পাস হল ধর্ষণ বিরোধী প্রস্তাব। এদিন বিধানসভায় অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল'স অ্যামেন্ডমেন্ট) বিল২০২৪, পাশের পরই নারী সুরক্ষা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

নারী সুরক্ষায় বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলির নারীদের অবস্থার কথা তুলে ধরেন। উল্লেখ করেন, গুজরাটের বিলকিস বানো থেকে উন্নাও, উত্তরপ্রদেশের হাথরসের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা। বলেন, '''মহিলাদের সুরক্ষায় আইন আনতে ব্যর্থ কেন্দ্র। গোটা দেশের কাছে যা লজ্জা। কেন্দ্র যা পারেনি রাজ্য সেই বিল এনে দেখিয়ে দিল।  দেশের অন্যান্য রাজ্যও এই আইনকে আগামী দিনে স্বাগত জানাবে।'' শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে বিধানসভায় সরব হন তিনি। একইসঙ্গে  
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তিনি। 

আরও পড়ুন: https://tribetv.in/Aparajita-Women-and-Child-act-bill-passed-in-west-Bengal-legislative-assembly-on-today

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমি আপনাদের থেকে জ্ঞান নেব না। এই বিলে দোষীদের কঠোর শাস্তির কথা আমরা বলছি। সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে একটা বড় অভিশাপ। দেশের মধ্যে ফার্স্ট ট্রাক কোর্টে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে। রাজ্যে বর্তমানে ৮৮টি ফার্স্ট ট্রাক কোর্ট আছে। রাজ্যে চাইলে আইন আনতেই পারে। আইন আনায় কোনও বাধ নেই। পূর্ব ঘোষণামতো মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হয় 'অপরাজিতা' বিল।

আরও পড়ুন: https://tribetv.in/wbtmcp-sack-abhik-day-as-Tmc-chatra-parishad-he-was-seen-at-rg-kar-seminar-hall

আলোচনার জন্য ঘণ্টা দুয়েক সময় ছিল। প্রথমে বিরোধী দলের বিধায়ক ও বিরোধী দলনেতা বক্তব্য রাখেন। 'বিলে নতুন কিছু নেই' বলেও তাতে পূর্ণ সমর্থন জানান শুভেন্দু অধিকারী। এরপর মুখ্যমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রাখতে উঠলে বিরোধীরা শোরগোল শুরু করেন। তাঁর সামনেই স্লোগান উঠতে থাকে, ''দাবি এক, দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ''। তা শুনে মুখ্যমন্ত্রী পালটা বললেন, ''আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চাই। তার পরে বাকি কথা।''