বিরোধী ঐক্যে শান দিতে মঙ্গলে দিল্লি সফরে মমতা

কখনও পেগাসাস, কখনও আদানি আবার কখনও কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার মতো অভিযোগ তুলে সরকারকে একযোগে আক্রমণ শানাচ্ছেন মমতা, নীতীশ, লালু,

বিরোধী ঐক্যে শান দিতে মঙ্গলে দিল্লি সফরে মমতা

ট্রাইব টিভি ডিজিটাল:  লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে দেশে রাজনীতির পারদ। বিরোধী ঐক্য মজবুত করতে মাঠে নেমে পড়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা। শুধু তাই নয়, বিরোধী ঐক্যে শাণ দিতে ফের একবার দিল্লিযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেজরিওয়ালের ডাকে মঙ্গলেই রাজধানীর উদ্দেশে রওনা দেবেন বাংলার নেত্রী।

কখনও পেগাসাস, কখনও আদানি আবার কখনও কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার মতো অভিযোগ তুলে সরকারকে একযোগে আক্রমণ শানাচ্ছেন মমতা, নীতীশ, লালু, অখিলেশরা। এবার সেই বিরোধী মঞ্চেই ডাক পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, তাঁকে মঙ্গলবার বিরোধী রাজনৈতিক দলগুলির একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবারই দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী সেখানে যোগ দেবেন বিরোধীদের একটি বৈঠকে। অ-BJP দলগুলিকে নিয়ে ডাকা সেই বৈঠকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। 

জানা গিয়েছে, যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলির পিছনে ED-CBI লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের ভয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে, এই প্রসঙ্গ বৈঠকে তুলে ধরবেন বাংলার নেত্রী। জানা গিয়েছে, বিরোধী বৈঠকের অন্যতম মূল ইস্যু হতে চলেছে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আর্থিক বঞ্চনার বিষয়টিও। এজেন্সি পলিসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক নেতারা। এবার তাঁরা নিজেদের মধ্যে এই পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাইছেন। 

জানা গিয়েছে, এই নিয়ে আলোচনার জন্য প্রথম প্রস্তাব এসেছে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে। তবে বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ৯ নেতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কে চন্দ্রশেখর রাও, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধাব ঠাকরে, ভগবত মান, অখিলেশ যাদব, তেজস্বী যাদব। কতজন বিরোধী নেতার বিরুদ্ধে তদন্ত হয়েছে সেই প্রসঙ্গও সবিস্তারে তুলে ধরা হয়েছে চিঠিতে।