'ভোটের আগে অভিষেককে গ্রেফতার করা হবে', হুমকি মেসেজে উদ্বিগ্ন মমতা

সোমবার TMCP-এর জনসভা থেকে রাজ্যপাল বোসকেও তীব্র আক্রমণ শানান তিনি। তিনি বলেন, ''এখন মাথার উপর ছাতা রয়েছে। ওনার চেয়ারকে সমর্থন করি।

'ভোটের আগে অভিষেককে গ্রেফতার করা হবে', হুমকি মেসেজে উদ্বিগ্ন মমতা
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই গ্রেফতার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এমনই ‘আশঙ্কা’ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেফতার করা হবে।” তবে কে মেসেজ করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশি এবং তাদের কম্পিউটারে ফাইল ডাউনলোড করার প্রসঙ্গে এদিন ইডির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, ''বিজেপির টাকার জোর আছে। ফায়ার ক্র্যাকার নয় সবুজ বাজি তৈরি করুন। বাজি শিল্পেও বহু পরিবার জড়িয়ে। আজ দিল্লি থেকে বিজেপিকে সরানোর লড়াই। আপনারা বাঘের মত লড়াই করুন। বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকরা মারা যাচ্ছে। সংবিধান লঙ্ঘন করছেন কেউ কেউ। নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না।'' এদিন ছাত্র পরিষদের সমাবেশ থেকে ফের বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। মমতা বলেন, ''একটা বিল আনব। তারপর ইলেকশান করব। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন সিপিএম বোমা বন্দুক নিয়ে তাড়া করেছে। বসন্ত কেবিনের ছেলেরা আমায় ঢুকিয়ে নিয়েছিল। ওরা গুন্ডামি করবে বলে তোমরা করবে না। বিচার চাও র‍্যাগিংয়ের। আমি পুলিশকে বলেছি গোলি মারও স্লোগান যারা দিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। আগামী দিন নির্বাচন শান্তি প্রিয় ভাবে করবেন। এখন নতুন লাল হয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি এখানে লালে লাল হয়েছে। ওরা গণ্ডগোল করলে আটকাবেন। যে স্টুডেন্টারা পড়ে তারাই ভোট দেবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন।'' 

সোমবার TMCP-এর জনসভা থেকে রাজ্যপাল বোসকেও তীব্র আক্রমণ শানান তিনি। তিনি বলেন, ''এখন মাথার উপর ছাতা রয়েছে। ওনার চেয়ারকে সমর্থন করি। কিন্তু ব্যক্তি হিসাবে কার্যকলাপ মানতে পারি না। উনি সংবিধান লঙ্ঘিত করছেন। সব বিশ্ববিদ্যালয় গুলোর টালমাটাল অবস্থা। নিজের বন্ধুকে ভিসি করছেন। আইপিএসকে ভিসি করছেন। অথচ যিনি কোনও দিন প্রফেসারির ট্রেনিংই নেননি। তাঁকে ভিসি করেছেন। যাদবপুরে বিজেপি সেলের প্রেসিডেন্টকে বসিয়েছে ভিসি করে। এটা কি মগের মুলুক? আপনার এক্তিয়ারে আমরা যাই না, আপনিও আসবে না আমাদের এক্তিয়ারে। আপনি আর মুখ্যমন্ত্রী এক নয়। আপনি মনোনিত আর আমরা নির্বাচিত। আর নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে না। আমি শুনতে পাচ্ছি এখান থেকে ওইখান থেকে লোক নিয়ে আসা হচ্ছে। এবং রাজভবনে অনেক বিশ্ববিদ্যালয়ের নামে কল যাচ্ছে। যাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে। ছাত্রদের জিজ্ঞাসা করছে দুর্নীতি বলতে পার?''