RG Kar Chaos: ধর্ষণ রোধে কঠোর আইন আনা হোক, মোদিকে দ্বিতীয় চিঠি মমতার

শুক্রবার ফের আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

RG Kar Chaos:  ধর্ষণ রোধে কঠোর আইন আনা হোক, মোদিকে দ্বিতীয় চিঠি মমতার
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে 'ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে কঠোর পদক্ষেপের আর্জি' মমতার। এর আগে গত ২২ অগাস্ট আরজি করের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তিনি। যদিও সেই চিঠির কোনও সদুত্তর না দিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দেগেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে সন্তুষ্ট হননি রাজ্যের প্রশাসনিক প্রধান। 

সূত্রের খবর, শুক্রবার ফের আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও ধর্ষণ রোধে কড়া আইন আনার পক্ষে দাবি জানিয়ে গত ২২ অগাস্ট চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। তবে সেই প্রশ্নের জবাব না পেয়ে এদিন ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: https://tribetv.in/Government-employee-arrested-for-molesting-female-lawyer-in-government-office

গত ২২ অগাস্ট লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ''দেশে রোজ প্রায় ৯০ টি এ ধরনের ঘটনা ঘটছে। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। এমন ন্যক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব। এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করা দরকার। আমার প্রস্তাব, দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট (Fast Track Court) তৈরি করা হোক। তার মাধ্যমে ১৫ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি ত্বরান্বিত হোক।'' মুখ্যমন্ত্রী সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেই চিঠি লিখলেও অবশ্য প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও উত্তর পাননি তিনি।