Mamata Spain Tour: বিদেশী লগ্নি টানতে স্পেন সফরে মমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জানা গিয়েছে, ১১ দিনের এই সফরে প্রথমে দুবাই যাবেন তিনি।

Mamata Spain Tour: বিদেশী লগ্নি টানতে স্পেন সফরে মমতা, বাংলার ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা
স্পেন সফরে রওনার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী। (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: নজরে বিদেশী বিনিয়োগ। বাংলায় (West Bengal) বিদেশী বিনিয়োগ টানতে ১১ দিনের জন্য স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। জানা গিয়েছে, ১১ দিনের এই সফরে প্রথমে দুবাই যাবেন তিনি। সেখানে একটি বাণিজ্যিক সম্মেলনে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে উড়ে যাবেন স্পেনের রাজধানী বার্সেলোনার উদ্দেশে। 

এদিন বিদেশ সফরে রওনা দেওয়ার আগে কলকাতা বিমান বন্দরে (Subhash CH. Bose International Airport) উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ''পাঁচ বছর পর আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসছিল। Kolkata International Book Fair-এর পার্টনারও ছিল স্পেন। ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য শিল্প ভালো আছে। তাঁদের আমন্ত্রণে আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক, কী কী হতে পারে। কারণ আমাদের এখানে Buisness Summit আছে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। তার আগে ওঁরা বারবার আসে। আমরা কেউ যায় না। সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। দুবাই যাচ্ছি। ওখান থেকে মাদ্রিদ যাব। আমার সঙ্গে EsatBengal, Mohunbagan এবং Mahamedan-এর একজন  করে প্রতিনিধি যাচ্ছেন। মাদ্রিদে সফর সঙ্গী হিসেবে সৌরভও যোগ দেবেন।'' 

প্রসঙ্গত, এর আগেও সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝে তাঁর শিকাগো এবং চিন সফরে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। যাকে 'রাজনৈতিক প্রতিহিংসা' হিসাবে বর্ণনা করেছিল তৃণমূল। এ বারেও অনেকে সেই আশঙ্কা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত মমতার বিদেশ সফরের অনুমতি মিলেছে। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উড়ে গেলেন মমতা। এখন দেখার তাঁর এই বিদেশ সফর কতটা ফলপ্রসূ হয় বাংলার জন্য।