নারী সুরক্ষায় জোর শিক্ষা দফতরের, হোয়াটস অ্যাপে অভিযোগ জানাতে পারবেন পড়ুয়ারা

বিভিন্ন বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা, বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণ্যের স্বপ্ন প্রকল্পের অর্থ কিছুদিন পর দেওয়া হবে। জানুন বিস্তারিত...

নারী সুরক্ষায় জোর শিক্ষা দফতরের,  হোয়াটস অ্যাপে  অভিযোগ জানাতে পারবেন পড়ুয়ারা
বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

অভ্রদ্বীপ দাস, কলকাতা: আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আরজি করের আবহে এ বছর একদমই অনাড়ম্বরে অনুষ্ঠিত হল শিক্ষক দিবসের অনুষ্ঠাণ। বৃহস্পতিবার বিকাশ ভবনে শিক্ষক দিবসের অনুষ্ঠাণে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ''কিছুদিন আগে আরজি করে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমাদেরই বাড়ির মেয়েকে দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি । মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর বেদনা প্রকাশ করেছেন। পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার বিচার চেয়েছেন। শিক্ষক দিবস আমরা প্রতিবছর খুব বড় করে পালন করি। কিন্তু এবছর আরজি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনাড়ম্বরে আমরা বিকাশ ভবনে পালন করছি ।'' 

এছাড়াও তিনি জানান, বিভিন্ন বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা, বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণ্যের স্বপ্ন প্রকল্পের অর্থ কিছুদিন পর দেওয়া হবে। অন্যদিকে, বিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। একটি ডেডিকেটেড ওয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর হল [+91-9088885544]। এই নম্বরটি বছরের ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন চালু থাকবে। 

আরও পড়ুন: https://tribetv.in/Suvendu-Adhikari-write-a-letter-to-president-and-home-minister-due-to-urge-of-withdrawn-police-medal-from-binit-Goyal

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে। একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যা সমস্ত অভিযোগ দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে। এই প্রক্রিয়ার বিশেষত্ব এই যে, অভিযোগকারীকে সশরীরে আসতে হবেনা এবং সমগ্র প্রক্রিয়াটি ডিজিটালি নথিবদ্ধ হবে। নথি হারানো, বারবার নথি জমা দেওয়া ইত্যাদি অযথা হয়রানি বন্ধ করা যাবে সম্পূর্ণ। এতে অভিযোগকারী এবং নিষ্পত্তিকারী, উভয়েই ডিজিটালি সমগ্র প্রক্রিয়া অ্যাকসেস করতে পারবেন। অভিযোগগুলির অগ্রগতি ডিজিটালি ট্র্যাক করা যাবে, যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করা হয়। অভিযোগকারীদের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের অবস্থা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে।