C.V Anand Bose News: রাজ্য-রাজভবন দ্বন্ধের মধ্যেই ফের বোসের 'ব্রহ্মাস্ত্র', উপাচার্যদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যপালের

মঙ্গলবার রাতে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির জন্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ২৫টি 'টিচার্স সিলেকশন কমিটি' তৈরি করেছেন। একই সঙ্গে উপাচার্যদের নিয়ে একটি কমিটি তৈরি করেছেন। বিস্তারিত জানুন...

C.V Anand Bose News: রাজ্য-রাজভবন দ্বন্ধের মধ্যেই ফের বোসের 'ব্রহ্মাস্ত্র', উপাচার্যদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যপালের
রাজ্যপাল সি.ভি আনন্দ বোস (ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: উপাচার্য নিয়োগ ইস্যুতে রীতিমত সরগরম রাজ্য- রাজনীতি। দ্বন্ধ ক্রমশ জোরালো হচ্ছে রাজ্য বনাম রাজভবনের। আর এই সব যাবতীয় বিতর্ককে তুড়ি মেরে ফের আরও একধাপ এগোলেন রাজ্যপাল C.V Anand Bose। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের গতি আনতে এবার রাজ্যপাল চালু করলেন স্পিড প্রোগ্রাম।

মঙ্গলবার রাতে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির জন্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ২৫টি 'টিচার্স সিলেকশন কমিটি' তৈরি করেছেন। একই সঙ্গে উপাচার্যদের নিয়ে একটি কমিটি তৈরি করেছেন। যাতে বিশ্ববিদ্যালয়গুলি ভালো করে চালানো যায়। রাজ্যপাল চালু করেছেন মনিটরিং সেল। ফোন ও ইমেইলে জানানো যাবে যে কোনও অভিযোগ। নাম দেওয়া হয়েছে, 'রিয়েল টাইম মনিটরিং সেল'। ২৪ ঘন্টা জানানো যাবে অভিযোগ। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপাচার্যরা যোগাযোগ করতে পারবেন আচার্যর সঙ্গে। ফোন করা যাবে ০৩৩ ২২০০১৬৪২ এই নম্বরে। অথবা মেইল করা যাবে: aamnesaamne.rajbhavankolkata@gmail.com-এ। 

রাজভবন সূত্রে খবর, রাজভবনে একটি রিয়েলটাইম মনিটরিং সেলও স্থাপন করা হয়েছে। একটি হেল্প লাইন চালু করা হয়েছে। নম্বর-০৩৩-২২০০১৬৪২। সেখানে যে কোনও সময় উপাচার্যরা যোগাযোগ করতে পারবেন উপাচার্যরা। অভিযোগ জানানো যাবে মনিটরিং সেলেও। একইসঙ্গে গঠন করা হয়েছে শিক্ষক নির্বাচন কমিটিও। পাশাপাশি তৈরি করা হয়েছে উপাচার্যদের একটি কমিটিও। বিশ্ববিদ্য়ালয়ের প্রশাসনিক স্তরে বকেয়া কাজে গতি আনতেই এই কমিটি তৈরি করা হয়েছে বলে খবর।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাকে পুনর্গঠন করতে নানা পরামর্শ দিতে পারবে এই কমিটি। খবর এমনই। প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক ইস্যুতে চরমে উঠেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। উপাচার্য নিয়োগ বিতর্কে রাজ্যপালকে ভ্যাম্পায়ার বলে কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তারপরই আবার শিক্ষা নিয়ে রাজ্য বিরুদ্ধে পত্রাঘাতে সুর চড়ান রাজ্যপাল, চিঠি যায় দিল্লিতেও। যা নিয়ে এখনও চাপানউতোর অব্যাহত।