মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে অভব্যতার অভিযোগ, বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের পথে অখিল গিরি

দত্যাগের কথা বললেও ক্ষমা চাইতে অস্বীকার কারামন্ত্রী অখিল গিরি। তৃণমূলের ১৩ বছরের শাসনকালে বেনজির নির্দেশ।  এর আগে দলের নির্দেশে অখিল ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুই দুঃখপ্রকাশ করেছিলেন। জানুন বিস্তারিত...

মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে অভব্যতার অভিযোগ,  বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের পথে অখিল গিরি
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেফাঁস মন্তব্যে ফরেস্ট অফিসার নয়, খোদ কারামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল কংগ্রেস। কর্তব্যরত মহিলা সরকারি আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ, নোংরা ভাষায় ফরেস্ট অফিসার মণীষা সাউয়ের সঙ্গে কথা। গালিগালাজ, পেটানোর হুমকি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই দলের রোষানলে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। আগেই অখিল গিরিকে নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছিল দলের শীর্ষ নেতৃত্বের তরফে। তার পরেও সুর নরম হয়নি কারামন্ত্রীর। দলের ভাবমূর্তি খারাপ হওয়ায় তাঁকে বরখাস্ত করার কথা ঘোষণা করা হয়। বরখাস্তের কথা শুনেই রবিবার দুপুরে  মন্ত্রিত্ব পদ থেকে তড়িঘড়ি পদত্যাগের কথা ঘোষণা করেন অখিল গিরি। 

 সূত্রের খবর, পদত্যাগের কথা বললেও ক্ষমা চাইতে অস্বীকার কারামন্ত্রী অখিল গিরি। তৃণমূলের ১৩ বছরের শাসনকালে বেনজির নির্দেশ।  এর আগে দলের নির্দেশে অখিল ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুই দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি দল। তার পরেই তাঁকে ইস্তফা দিতে বলে জানিয়ে দেওয়া হয়, নিজে থেকে পদত্যাগ না করলে তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা হতে পারে। মনে করা হচ্ছে, অখিলের বিরুদ্ধে এই পদক্ষেপে দল এবং প্রশাসন, সর্ব স্তরেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দিকে যেমন, দলের মধ্যে নেত্রীর বার্তা, বেয়াদপি করলে তা বরদাস্ত করা হবে না। অন্য দিকে তেমন, প্রশাসনেও গেল মুখ্যমন্ত্রীর বার্তা, আধিকারিকেরা নির্ভয়ে কাজ করুন, সরকার এবং শাসকদল পাশে আছে।

আরও পড়ুন: https://tribetv.in/A-fire-broke-out-in-the-AC-coaches-of-the-express-train-from-korba-to-Visakhapatnam-railway-station

রবিবার দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিল গিরি। ইস্তফাপত্র লিখে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার লিখিত ভাবে তা জমা দেবেন। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে অখিলকে জানিয়ে দেন, যে মহিলাকে তিনি অপমান করেছিলেন, তাঁর কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। এর আগে দলের নির্দেশে