বনেদি বাড়ি থেকে গ্রামের পুজো, স্পেশ্যাল প্যাকেজ পরিবহণ দফতরের

এবার পুজোয় চলবে শপিং স্পেশ্যাল বাস । আর কী কী থাকছে জানতে বিস্তারিত পড়ুন...

বনেদি বাড়ি থেকে গ্রামের পুজো, স্পেশ্যাল প্যাকেজ পরিবহণ দফতরের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: আর মাত্র ৩৫ দিনের অপেক্ষা তার পরই পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়ে যাবে। প্রতি বছরের মতো এবারও পুজো পরিক্রমার ব্যবস্থা করছে রাজ্য সরকার। পুজো দেখার পাশাপাশি থাকছে ভুরিভোজের ব্যবস্থাও। শুক্রবার পুজো ট্যুরের একাধিক প্যাকেজ ঘোষণা করল পরিবহণ দফতর।  এবারের পুজোর বাড়তি আকর্ষণ শপিং স্পেশ্যাল বাস (Shopping Special Bus)। 

কী কী থাকছে প্যাকেজ?  

পরিবহন দফতরের এই প্যাকেজে এসি বাসে করে বনেদি বাড়ির ঠাকুর দেখতে খরচ হবে ১৯০০ টাকা। সপ্তমী থেকে নবমী এসপ্ল্যানেড টার্মিনাস থেকে সকাল ৮টায় দর্শনার্থীদের নিয়ে বাস ছাড়বে। শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায়চৌধুরী ও রানি রাসমণির বাড়ি-সহ একাধিক বনেদি বাড়ির পুজো দেখানো হবে। থাকবে জলখাবার, লাঞ্চ ও বিকেলের স্ন্যাক্স। এবছর এসি ট্রামেও কলকাতার পুজো দেখানো হবে। এবারের পুজোর বাড়তি আকর্ষণ শপিং স্পেশ্যাল বাস। 

পুজো দেখার পাশাপাশি গঙ্গাবক্ষে ভ্রমণের ব্যবস্থাও থাকছে। সপ্তমী থেকে নবমী  মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় ছাড়বে লঞ্চ। তারপর আহিরীটোলা ঘাট থেকে বাসে করে ঘোরানো হবে বাগবাজার সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি-সহ আহিরীটোলা সংলগ্ন পুজো মণ্ডপগুলি। থাকবে চা ও স্ন্যাক্সের ব্যবস্থা। জনপ্রতি ভাড়া ৭৫০ টাকা। এছাড়াও থাকছে শহরতলি থেকে কলকাতার বিশিষ্ট পুজো ঘুরে দেখানোর ব্যবস্থা। থাকছে গ্রাম বাংলার পুজো দেখানোর ব্যবস্থা। জানা গিয়েছে, পরিবহণ দফতরের ওয়েবসাইট থেকে অনলাইনে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিকিট বুক করা যাবে। অনলাইনে Wbtconline.in ওয়েবসাইট ও অফলাইনে, তথা হোয়াটসঅ্যাপে বুকিং করা যাবে ৯৮৩০১ ৭৭০০০ নম্বরে।