রাজ্যের সব মেডিকেল কলেজে স্থানীয় ভাবে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়া বাতিল, ঘোষণা স্বাস্থ্য দফতরের

স্থানীয় ভাবে মেডিকেল কলেজগুলিতে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ উঠছিল। আরজি করের ঘটনার পর নতুন করে কোনও বিতর্ক যাতে মাথাচাড়া না দেয় সেজন্য সতর্ক পদক্ষেপ করল সরকার। জানুন বিস্তারিত...

রাজ্যের সব মেডিকেল কলেজে স্থানীয় ভাবে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়া বাতিল, ঘোষণা স্বাস্থ্য দফতরের
হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়া বাতিল (File Image))

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের সব মেডিকেল কলেজে স্থানীয় ভাবে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়া বাতিলের ঘোষণা করে দিল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হঠাৎ করে কেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল তার ব্যাখ্যা দেয়নি স্বাস্থ্য ভবন।

লোকসভা ভোটের মধ্যে হাউজ স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল মাসের ২৪ তারিখ এ ব্যাপারে নোটিফিকেশন হয়েছিল। মঙ্গলবার সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল।  স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্থানীয় ভাবে মেডিকেল কলেজগুলিতে হাউজ স্টাফ নিয়োগের প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ উঠছিল। আরজি করের ঘটনার পর নতুন করে কোনও বিতর্ক যাতে মাথাচাড়া না দেয় সেজন্য সতর্ক পদক্ষেপ করল সরকার।

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-Minister-chandranath-Sinha-at-ed-office-in-Tet-scam

সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে হাউজ স্টাফ নিয়োগের পদ্ধতিতে দুর্নীতি হচ্ছে বলে গত মে মাসে অভিযোগ করেছিলেন নবীন ডাক্তারদের একাংশ। এমবিবিএস পাশ করার পর হবু ডাক্তারদের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপের পর তাঁরা রেজিস্ট্রেশন পান। এই রেজিস্ট্রেশনের পর দ্বিতীয় ধাপ হল হাউজ স্টাফ হিসেবে কাজ করা। তবে তা বাধ্যতামূলক নয়। 

হাউজ স্টাফরা প্রকারান্তরে জুনিয়র ডাক্তারের মতোই কাজ করেন। এর আগে বাংলায় সরকারি হাসপাতালগুলিতে হাউজ স্টাফ হিসেবে কাজ করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু গত দশ বছরে সেই নিয়ম শিথিল করা হয়। হাউজ স্টাফ হিসেবে কাজ করার জন্য মেডিক্যাল কলেজে আবেদন করতে হত ডাক্তারদের। এর পর ডাক্তারি পড়ার সময়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁদের বাছাই করা হত।