শিক্ষক দুর্নীতিতে ফের তৎপর ইডি, সিজিও কমপ্লেক্সে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার

ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। লোকসভা ভোটের আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। জানুন বিস্তারিত...

শিক্ষক দুর্নীতিতে ফের তৎপর ইডি, সিজিও কমপ্লেক্সে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার
শিক্ষা দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব (file image)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর আবহে শিক্ষক দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব ইডির। তলবে সাড়া দিয়ে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সের এসে উপস্থিত হন মন্ত্রী। ইডি দফতরে এসে হাজিরা দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 

প্রসঙ্গত, ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের বয়ানেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে। লোকসভা ভোটের আগে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতার মোবাইল ফোন।

আরও পড়ুন: https://tribetv.in/Sandip-Ghosh-has-been-Given-eight-days-CBI-Custody-in-RG-Kar-Case

ED সূত্রে দাবি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছিল। ভোটের মুখে কেন বাড়িতে লক্ষ লক্ষ টাকা রেখেছিলেন? এই প্রশ্ন তুলে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আগেই নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল ED। 

ইডি সূত্রের খবর, সেই নথি সংক্রান্ত তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই ফের বুধবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করে হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে।