House Collapse: বিপজ্জনক বাড়ি ভেঙে মর্মান্তিক পরিণতি মহিলার!

প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বহুদিন ধরে বাড়িটির কোনওরকম সংস্কার না হওয়ায় এই বিপত্তি বলে অনুমান পুলিশের।

House Collapse: বিপজ্জনক বাড়ি ভেঙে মর্মান্তিক পরিণতি মহিলার!

ট্রাইব টিভি ডিজিটাল: শহরে ফের বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি। বুধবার রাতে কলকাতার পাথুরিঘাটায় পুরোনো পাঁচতলা বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। পাঁচতলা বাড়ির তিনতলার একাংশ ভেঙে বিপত্তি। ধংসস্তুপের মধ্যে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই বাড়ির ভাড়াটে এক মহিলার। গুরুতর আহত অবস্থায় Calcutta Medical College হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্বামী। তবে একেবারে অক্ষত রয়েছে তাঁদের সন্তান। 

সূত্রের খবর, বুধবার রাতে উত্তর কলকাতার (North Kolkata) পাথুরিয়াঘাটায় একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। বেশকিছু দিন ধরে বৃষ্টি হওয়ার জন্য এই বিপত্তি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আরও জানা গিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ। বিকট শব্দে ভয়ে বাইরে বেরিয়ে চলে আসেন ওই বাড়ির বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন এক দম্পতি ও তাঁদের নাবালক সন্তান। দমকলের সাহায্যে রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালেই মৃত্যু হয় এক মহিলার। বাকি দু’জনের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। ওই মহিলার স্বামীর পরিস্থিতিও আশঙ্কাজনক।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পোঁছয় পুলিশ। এখনও সেখানে উপস্থিত রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পাথুরিয়াঘাটায় প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বহুদিন ধরে বাড়িটির কোনওরকম সংস্কার না হওয়ায় এই বিপত্তি বলে অনুমান পুলিশের। যদিও কলকাতা পুরসভার তরফে এই বাড়িগুলিকে বিপজ্জনক ঘোষণা করলেও বসবাসকারীদের অবস্থা এতটাও সচ্ছ্বল ছিল না যে তাঁরা সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যাবেন। আর উত্তর কলকাতার এই ধরনের বাড়িগুলিতে অনেক মানুষ ভাড়া থাকেন। ওয়াকিবহাল মহল মনে করছে, বাড়িওয়ালা আর ভাড়াটের এই বিবাদেই প্রাণ গেল ওই মহিলার। অপরদিকে, আঙুল উঠছে পুরসভার দিকেও। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।