Google Map দেখে বিমান ধরার জন্য রওনা, বাড়ি থেকে বেরিয়ে বিপাকে যুবক

অচেনা জিনিস বা জায়গাকে চিনতে এখন আম জনতা ভরসা রাখে গুগল ম্যাপে। আর এই গুগল ম্যাপের জন্য আশীষ কাচোলিয়া যে ফ্লাইট মিস করবেন তা হয়ত তিনি নিজেও ঘুণাক্ষরেও ভাবেননি। 

Google Map দেখে বিমান ধরার জন্য রওনা, বাড়ি থেকে বেরিয়ে বিপাকে যুবক
ফাইল চিত্র।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অজানাকে জানা, অচেনাকে চেনা যেন এখন কোনও ব্যাপারই না। ইন্টারনেট সংযোগ আর মুঠোফোনের দুনিয়ায় সহজেই হদিশ মেলে অচেনা জায়গার, অজানা জিনিসের। আর এই অচেনা জিনিস বা জায়গাকে চিনতে এখন আম জনতা ভরসা রাখে গুগল ম্যাপে। আর এই গুগল ম্যাপের জন্য আশীষ কাচোলিয়া যে ফ্লাইট মিস করবেন তা হয়ত তিনি নিজেও ঘুণাক্ষরেও ভাবেননি। 

এতদূর পড়ে অবাক হচ্ছেন? এমনটা আবার হয় কখনও? গুগল ম্যাপ (Google Map) আবার পথ ভুল করে নাকি! আজ্ঞে হ্যাঁ এমনটাই ঘটেছে বেঙ্গালুরুর বাসিন্দা আশীষ কাচোলিয়ার সঙ্গে। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) গোটা বিষয়টি পোস্ট করে নিজের সেই অ্যাডভেঞ্চেরিয়ার্স অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ''গতকাল (শুক্রবার) আমার বেঙ্গালুরুর কেম্পেগোড্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার জন্য বিমান ধরার কথা ছিল। তারজন্য আমি গুগল ম্যাপে বেঙ্গালুরুর HSR Layout to Kempegowda International Airport-এর দূরত্ব কতদূর জানতে চাই।'' 

আরও পড়ুন: https://tribetv.in/Man-allegedly-Beaten-Inside-Train-On-Suspicion-Of-Carrying-Beef-in-Maharashtra

আশীষ কাচোলিয়া আরও বলেন, ''সেই সময় গুগল ম্যাপে বিমানবন্দরের দূরত্ব দেখাচ্ছিল ৫০ কি.মি। গাড়িতে যেখানে যেতে সময় লাগার কথা মাত্র ৪৫ মিনিট।'' কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তিনি বুঝতে পারেন তার গন্তব্য মাত্র ৪৫ মিনিটের নয়। বরং ট্রাফিক জ্যাম সব পেরিয়ে এয়ারপোর্টে পৌঁছতে প্রায় সাড়ে তিন ঘণ্টা লেগে যায়। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছতে না পারায় যথারীতি মিস করেন মুম্বইগামী ফ্লাইটও। আর তারপরই মাঝে মধ্যে গুগল ম্যাপও যে রাস্তা ভুল করে তা জানিয়ে এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সকলের সঙ্গে। তাহলে কী ভাবচছেন এমনটা হয়েছে নাকি আপনার সঙ্গে কখনও?