ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাত্রীরা চলন্ত ট্রেনের মধ্যেই তুলতে পারবেন টাকা (Train ATM)। ভারতে প্রথমবার মুম্বই-মানমাড পঞ্চবটি এক্সপ্রেসে বসল এটিএম। এটি ভারতীয় রেলের ভুসাওয়াল ডিভিশন এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের যৌথ উদ্যোগ। ভারতীয় রেলওয়ের তরফে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসে ট্রায়াল ভিত্তিক অটোমেটেড টেলার মেশিন বা এটিএম চালু করেছে সেন্ট্রাল রেলওয়ে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এয়ার কন্ডিশনড চেয়ারকার কোচে এই এটিএম বসানো হয়েছে। জানা যাচ্ছে শাটার দরজাও বসানো হয়েছে সুরক্ষার জন্য।
এটিএমের সফল ট্রায়াল হয়েছে (Train ATM)
মুম্বই-মানমাড পঞ্চবটি এক্সপ্রেসের এটিএম ২২টি কোচের যাত্রীরা ব্যবহার করতে পারবেন। নগদ তোলার পাশাপাশি গ্রাহকরা চেকবুক অর্ডার করতে পারবেন। শীঘ্রই মুম্বই-হিঙ্গোলি যান শতাব্দী এক্সপ্রেসেও এটিএম ইনস্টল করা হবে বলে জানা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ভিতর এটিএমের সফল ট্রায়াল হয়েছে (Train ATM)। এসি কোচে যাবতীয় পর্যবেক্ষণের পরই মেশিন ইনস্টল করা হয়েছে।
বাকি ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে (Train ATM)
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেরই ভয় থাকে চুরির। সেই কারণে পকেটে বেশি নগদ টাকা রাখতে ভয় পান। এদিকে ট্রেনে ইউপিআই বা অনলাইন লেনদেনের সুবিধা পাওয়া যায় না সবসময়। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্মদ অবধি চলে এই পঞ্চবটি এক্সপ্রেস। সাড়ে চার ঘণ্টার যাত্রাপথের এই ট্রেনেই আপাতত এটিএম পরিষেবা চালু করা হয়েছে (Train ATM)। যদি যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া মেলে, তবে বাকি ট্রেনেও এই পরিষেবা চালু করা হবে বলে জানা যাচ্ছে।
পরীক্ষামূলক ব্যবহারে ভাল ফল
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং রেলের ভুসাওয়াল শাখার যৌথ উদ্যোগে এই এটিএমটি বসানো হয়েছে বলে জানান ওই রেল আধিকারিক। রেলের ভুসাওয়াল শাখার ডিআরএম ইতি পাণ্ডে বলেন, “পরীক্ষামূলক ব্যবহারে ভাল ফল পাওয়া গিয়েছে। এখন চলন্ত ট্রেনেও টাকা তুলতে পারবেন যাত্রীরা। যন্ত্রটি কেমন কাজ করছে, তার উপর আগামী দিনে নজর রাখা হবে।”
নিরাপত্তার স্বার্থে শাটার দরজা
মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিকের মতে, “এটিএম মেশিনটি বসানো হয়েছে পরীক্ষামূলক কারণে জন্য। পঞ্চবাটি এক্সপ্রেসের কামরায় বসানো হয় এই এটিএম মেসিন। একটা সময় এই জায়গায় ছিল পেন্ট্রি। এমনকি নিরাপত্তার স্বার্থে লাগানো হয়েছে শাটার দরজাও।” ট্রেনের মধ্যে এটিএম পরিষেবা চালু হলে যাত্রীদের উপকার হবে, এমনটাই মনে করছেন তারা।