মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ল বাইক আরোহী

উড়ালপুলের ওপর থেকে প্রায় ৮০ ফুট ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। বাইক চালক নীচে পরে না গেলেও, বেশ গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। জানুন বিস্তারিত...

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে ছিটকে নীচে পড়ল বাইক আরোহী
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা উড়ালপুলে ফের ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারল বাইক। উড়ালপুলের ওপর থেকে প্রায় ৮০ ফুট ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইক চালক নীচে পরে না গেলেও, আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনিও। কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে কী ভাবে ঘটল দুর্ঘটনা, তাও খতিয়ে দেখেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দ্রুত গতির একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিল দুজন আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। উড়ালপুলের ওপর থেকে প্রায় ৮০ ফুট ছিটকে নীচে পড়ে যান বাইক আরোহী। বাইক চালক নীচে পরে না গেলেও, বেশ গুরুতর আহত হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকেই জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: https://tribetv.in/West-Bengal-Department-of-Health-and-Family-Welfare-issues-order-to-Recruitment-of-House-staff-locally-in-all-medical-colleges-of-the-state-is-hereby-cancelled

প্রসঙ্গত, গত দু'দিন আগে মা উড়ালপুল এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল। গত সোমবার মা উড়ালপুলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ফের মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটায় এদিন রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যে।

প্রসঙ্গত, মা উডা়লপুলে নজরদারির বিষয়ে পুলিশের তরফে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছিল। তারপরও একের পর এক দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট উড়ালপুল ঘিরে মানুষের আতঙ্ক যেন বেড়েই চলেছে। এদিকে কম সময়ে শহরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য এই উড়ালপুলের জুড়ি মেলা ভার।