ফের প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট, জখম ব্যবসায়ী

বুধবার সন্ধ্যের সময় এক ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তির জখম ব্যবসায়ীর পুরোনো এক পার্টনারের বিরুদ্ধে।

ফের প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট, জখম ব্যবসায়ী

ট্রাইব টিভি ডিজিটাল: এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। বছর ঘুরলেই রাজ্যজুড়ে বাজবে ভোটের দামামা। এরই মধ্যে গত কয়েকদিন ধরে দফায় দফায় শ্যুট আউট ঘিরে উত্তপ্ত রাজ্যরাজনীতি। এবার ফের ভর সন্ধ্যায় শ্যুটআউটের ঘটনা। বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাদারীপুর জাতীয় সড়ক এলাকায় শ্যুটআউটের ঘটনাটি ঘটে।

 সূত্রের খবর, বুধবার সন্ধ্যের সময় এক ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তির জখম ব্যবসায়ীর পুরোনো এক পার্টনারের বিরুদ্ধে। জানা গিয়েছে, জখম ওই চা ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তার বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। এদিন সন্ধেয় বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার গলায় গুলি লাগে। এরপর তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এদিকে অবস্থার অবনতি হলে পরে আহত ওই ব্যবসায়ীকে শিলিগুড়ি মেডিকেলে কলেজে স্থানান্তরিত করা হয়। এদিকে এই বিষয়ে ভবেশ দেবনাথের স্ত্রীর অভিযোগ, পুরোনো শত্রুতার জেরে তাঁর স্বামীকে গুলি করে তার পুরোনো পর্টনার। ভবেশ দেবনাথ ও রিপন দাস দীর্ঘদিন ধরেই চা পাতা ব্যবসার কাজ করতেন। মাঝখানে তারা ব্যবসা থেকে আলাদা হয়ে যায়। ভবেশ দেবনাথ-এর স্ত্রীর আরও অভিযোগ, এর আগেও তার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করেন রিপন দাস। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।