ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramkrishna Dev Bani) ১৯০তম জন্মতিথি উপলক্ষ্যে সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠান চলছে বেলুড় মঠে। ১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণদেব। উনবিংশ শতকের ভারতে সম্ভবত তিনিই ছিলেন সবথেকে উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব তথা বর্তমান সময়ের পথ প্রদর্শক। তাঁর শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে পাশ্চাত্য দুনিয়ায় হিন্দুধর্ম ও ভারতীয় সংস্কৃতির মাহাত্ম্য প্রচার করেন। তিনি সহজ সরল ভাষায় যে উপদেশ দিয়ে গেছে যা তাঁর অমৃত বাণী হিসেবে পরিচিত। চলুন আজ এই শুভ দিনে তাঁর বলে যাওয়া কিছু বাণী স্মরণ করি আমরা।
গন্তব্য সেই এক জনেরই কাছে (Ramkrishna Dev Bani)
তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে(Ramkrishna Dev Bani)। তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না। ঈশ্বরকে বল, হে ভগবান! আমি ভালো মন্দ কিছুই জানি না। আমার যা অভাব তা তুমি পূরণ করো। যে ব্যক্তি কোনও স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করে থাকেন।

একটু করে হলেও সাধুসঙ্গ করো (Ramkrishna Dev Bani)
একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে ক’জন? তুমি শিষ্য হতে না পারলে জগতের নিয়ম কানুন শিখবে কী ভাবে? জীবনে একটু করে হলেও সাধুসঙ্গ করো, তবেই ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন(Ramkrishna Dev Bani)। কখনোও ভেবো না যে তোমার বিশ্বাসটাই সত্যি, আর অন্যের বিশ্বাস মিথ্যে। নিরাকার ঈশ্বর যেমন সত্যি, সাকার ঈশ্বরও ততটাই সত্যি। যাঁর প্রতি মন চায়, তাঁরই আরাধনা করো।
আরও পড়ুন: Ramkrishna Dev Amrita Bani: সকলেরই সম্ভব ঈশ্বর উপলব্ধি, রামকৃষ্ণ পরমহংস দেবের বাণীর সারমর্ম

ইশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও
মনকে শান্ত করতে হলে, তোমার কাছে যা আছে তার জন্য ইশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও, তাঁর সঙ্গে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গিয়েছে। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন, ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। ধর্মের বইতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে। কিন্তু সেগুলো পড়লেই কেউ ধার্মিক হয়ে যাবে না। সেই সব কথাকে নিজের জীবনে ব্যবহার করতে হবে।