পবিত্র সরকার, নদিয়া: সোমবার সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে উত্তেজনা তেহট্টে। পুজো কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতি। ক্ষণিকের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ১ বিজেপি পঞ্চায়েত সদস্য সহ চারজনকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার তেহট্টে প্রতিমা বিসর্জন শুরু হয়। সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ হওয়ার কথা থাকলেও একে একে প্রতিমা বিসর্জন করতে গভীর রাত হয়ে যায়। তখনই বিসর্জন ঘাটে ঢাকের বাজনা সহযোগে আসার আবেদন করেন তেহট্ট হাটপাড়া পুজো কমিটির সদস্যরা। পুলিশ ঢাক আনতে তাদের নিষেধ করলে বচসা বাঁধে।
আরও পড়ুন: https://tribetv.in/actress-tanni-laharai-and-rajdeep-are-rumored-to-be-dating-in-tollywood/
ক্ষণিকের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে পূজা উদ্যোক্তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় আটক করা হয় স্থানীয় পঞ্চায়েত সদস্য সমর হালদার সহ তার তিন সঙ্গী বুদ্ধদেব হালদার, শ্যামল হালদার, কৃষ্ণ ঘোষকে।