ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাসনগরে দিনের পর দিন সৎ বাবার লালসার শিকার এক নাবালিকা! কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা।
সৎ বাবার কাছেই থাকতেন মেয়েটি (Kultali Incident)
জানা গিয়েছে, চার বছর আগে নির্যাতিতার বাবা মারা যান। তাঁর মা ফের বিয়ে করেন এলাকারই এক ব্যক্তিকে। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে সৎ বাবার কাছেই থাকতেন মেয়েটি। অভিযোগ, সে থেকেই মেয়েটিকে একা পেয়ে তার উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালায় ওই সৎ বাবা (Kultali Incident)। বাড়িতে একা পেলেই শারীরিক নির্যাতন চালাতেন তার সৎ বাবা। দিনের পর দিন ধর্ষণ করা হত। কাউকে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হত নাবালিকাকে। তাই এই কথা কাউকে বলতে পারেনি মেয়েটি।
মায়ের কাছে সব কথা জানিয়ে দেয় (Kultali Incident)
মঙ্গলবার কোনো কারণে সন্দেহ হয় নাবালিকার মায়ের। তিনি মেয়েকে জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা। তারপর মায়ের কাছে তার প্রতি অত্যাচারের সব কথা জানিয়ে দেয়। এরপরেই নিজের নাবালিকা মেয়েকে নিয়ে কুলতলি থানার দ্বারস্থ হন মা। অবশেষে পুলিশ গ্রেফতার করে নাবালিকার সৎ বাবা শম্ভুকে।
আরও পড়ুন: Garchumuk Zoological Park: আনা হবে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার, আরও সমৃদ্ধ হবে গড়চুমুক