ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিষেক(Abhishek Bachchan) ও ঐশ্বর্যের(Aishwarya Rai Bachchan) বিচ্ছেদের(Divorce ) গুঞ্জনের মাঝেই কি নতুন সদস্য আসতে চলেছে ? বচ্চন পরিবারে(Bachchan Family) আরাধ্যার খেলার সঙ্গী হতে চলেছে কে? অভিনেতা রীতেশের প্রশ্নের জবাবের লাজুক ভাবে অভিষেক কি উত্তর দিয়েছিলেন জানেন? বলিউডে এখন সব থেকে চর্চিত কাপল অভিষেক আর ঐশ্বর্য। মাঝেমধ্যেই ভাইরাল হচ্ছে তাঁদের এমন কিছু ভিডিও, যা উত্তরোত্তর জল্পনা বাড়াচ্ছে। আবারও নতুন করে জল্পনায় ইন্ধন জোগাল রীতেশের একটি ভিডিও।
নস্যাৎ অভিষেক ও ঐশ্বর্যের ডিভোর্সের গুঞ্জন
গত কয়েক মাস ধরে অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাইয়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনার শেষ নেই । একের পর এক নানা ঘটনায় এই দম্পতিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বর্য রাই তাঁর বচ্চন পদবি সরিয়ে ফেলায়, তা নিয়ে কম কথার ঝড় ওঠেনি। এর আগে অভিষেকের নাম জড়িয়ে ছিল নিমরত কৌরের সাথে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ট্রোল আর মিমের পাহাড় জমে যায়। মেয়ে আরাধ্যার জন্মদিনে কেন দেখা যায়নি অভিষেককে ? এমন নানান জল্পনা , গুজব রটেছিল সোশ্যাল মিডিয়ার জুড়ে। যদিও পরে জানা যায়, মেয়ের বিশেষ দিনে পাশে ছিলেন অভিষেক। তবে ডিভোর্সের গুঞ্জন তো নস্যাৎ হয়েই গিয়েছে। সেই গুঞ্জনের মোক্ষম জবাব হিসেবে, ঐশ্বর্যা রাই তাঁর সাথে অভিষেকের ছবি পোস্ট করেছিলেন।
রীতেশের প্রশ্নে কি বললেন অভিষেক?
অভিনেতা রীতেশ দেশমুখের শো, ‘কেস তো বান্তা হ্যায় ‘ বেশ জনপ্রিয় শো। এই শোতে রীতেশ মজা করে বলেছিলেন,”অমিতাভ জি, ঐশ্বর্য ,আরাধ্যা আর আপনি অভিষেক সবাই ‘এ ‘ দিয়ে শুরু করেন । তাহলে জয়া আন্টি আর শ্বেতা কি করলেন?” এমন প্রশ্নে অভিষেক হেসে উত্তর দেন, “এ বিষয়ে তাঁকে(শ্বেতা )জিজ্ঞাসা করতে হবে। তবে সম্ভবত এটি আমাদের পরিবারের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন: Madhumita Sarcar: ভীষণ বেহিসাবি মধুমিতা! তাঁর জীবনে এখন শুধুই বসন্ত
লজ্জায় লাল অভিষেক, কিন্তু কেন?
পরে রীতেশ আবারও একটি প্রশ্ন রাখেন, “আরাধ্যার পর?” প্রশ্নে অভিষেক হাসিমুখে বলেছিলেন ,”না। এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।” তাতে রীতেশ বেশ মজা করে নিজের সন্তানদের নাম উল্লেখ করেন। অভিষেককে বলেন ,”কে এতক্ষণ অপেক্ষা করে?” সেই কথা শুনে অভিষেক রীতিমত লজ্জা পেয়ে বলেন,” দয়া করে তোমার বয়েস বিবেচনা করো , রীতেশ আমি তোমার থেকে বড়।” তাতে রীতেশ দেশমুখ করজোড়ে অভিষেককে প্রণাম করতে যান। ওই কথোপকথন ওখানেই শেষ হয়।
ভাইরাল রীতেশের জনপ্রিয় শো-র এক ভিডিও
এই পুরনো ভিডিও আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে । আর তাই নেটিজেনরা বলতে শুরু করেছেন, তাহলে কি অভিষেক আর ঐশ্বর্যের সংসারে নতুন করে সদস্য আসতে চলেছে? উল্লেখ্য, সম্প্রতি একটি বিয়ের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক । তাঁদেরকে একই সাথে বহু ছবিতে দেখা গেছে। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এই তারকা জুটিকে এক ফ্রেমে দেখতে পেয়ে অনুরাগীরা ভীষণ খুশি।