Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে(Gwalior) চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এক ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে। পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে শিশুটির গোপনাঙ্গে ২৮টি সেলাই পড়েছে।
পরিত্যক্ত বাড়ির ছাদে ধর্ষণ (Gwalior)
গত ২২ ফেব্রুয়ারি সে শিশুটিকে এক পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক(Gwalior)। তারপর তাকে খুন করারও চেষ্টা করে সে। এমনকী, শিশুটির মাথাও সে বারবার ঠুকতে থাকে ছাদে। এর ফলে শিশুটি মারাত্মক জখম হয় বলে জানা যাচ্ছে। অভিযুক্ত কিশোর শিশুকন্যাটির বাড়ির পাশেই থাকত। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় কিশোর। গোয়ালিয়রের এক হাসপাতালে ভর্তি নির্যাতিতা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Agra Incident: আগ্রায় বাড়ির ভিতর ঢুকে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২ যুবক
প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচারের দাবি (Gwalior)
গোয়ালিয়রের সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তীব্র নিন্দা করে জানিয়েছে, এই ধরনের অপরাধে কড়া পদক্ষেপ করতেই হবে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘এমন অপরাধের কোনও স্থান নেই রাজ্য ও গোটা দেশে।’ শিশুটির অভিভাবকদের দাবি, অভিযুক্ত নাবালক হলেও অপরাধের গুরুত্ব বুঝে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করা হোক। ওই কিশোর যেন উপযুক্ত শাস্তি পায়।