Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যস্ত সময়ে ফের মেট্রোলাইনে আত্মহত্যার চেষ্টা। অফিস টাইমে ফের দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। চাঁদনি চক স্টেশনে আটকে পড়েছে ট্রেন। ট্রেনের বড় অংশই আটকে রয়েছে টানেলে। সমস্যার মুখে মেট্রোয় আটকে থাকা যাত্রীরা। প্রায় ১ ঘণ্টা পর স্বাভাবিক হল মেট্রো চলাচল।
বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে চাঁদনি চক থেকে আত্মহত্যার চেষ্টার খবর মিলেছে। জানা গেছে, এক মহিলা ঝাঁপ দিয়েছেন মেট্রো লাইনে। সন্তানকে সঙ্গে নিয়ে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢোকেন তিনি। তাঁর কয়েক জন পরিচিত লোকজনও সঙ্গে ছিলেন। তবে কি কারণে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মহিলা, তা জানা যায়নি। মেট্রোর কর্মীদের সূত্রে জানা যাচ্ছে, মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ফোনে। তিনি চাঁদনি চক স্টেশনে আসছেন।