ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে(AAIB)। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার খরচও বহন করবে টাটা গোষ্ঠী।
টাটা গোষ্ঠীর ক্ষতিপূরণ (AAIB)
এয়ার ইন্ডিয়ার বিমানটি বিজে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে(AAIB)। বিস্ফোরণও হয়। তাতে বহুতলটিই প্রায় সম্পূর্ণ ভাবেই ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ জন চিকিৎসকেরও মৃত্যু হয়েছে। ওই হস্টেলটি পুনর্নির্মাণে টাটা গোষ্ঠী সাহায্য করবে বলেও জানিয়েছেন চন্দ্রশেখরণ।টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বলেছেন, ‘যা ঘটেছে, তার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। যে সব পরিবার তাদের কাছের মানুষদের হারাল, যাঁরা জখম হয়েছেন, তাঁদের সকলের জন্য প্রার্থনা করছি।’ অন্যদিকে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা বলেছেন, ‘আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনাটি অসংখ্য পরিবারের জন্য অপরিসীম শোক বয়ে এনেছে, এবং আজ যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা।’

বিমান দুর্ঘটনার তদন্তে এএআইবি (AAIB)
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্ত করবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বুরো’ (এএআইবি)।এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই তদন্তকারী সংস্থার ডিজি এবং তদন্তকারী অফিসার শীঘ্রই ঘটনাস্থলে যাবেন। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। তিনি জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন।২০১২ সালে এএআইবি গঠিত হয় দেশে। তারপর থেকে দেশে বিমান দুর্ঘটনার তদন্ত তারাই করে।
আরও পড়ুন-Sensex: দেশের ইতিহাসে বড় বিমান দুর্ঘটনা! টাটার স্টকে ধস, রক্তাক্ত শেয়ার বাজার
ব্ল্যাক বক্স উদ্ধার (AAIB)
প্রশাসনিক সূত্রে খবর, ঘটনাস্থল থেকে এয়ার ইন্ডিয়া বিমানের ধ্বংসাবশেষ এবং ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত শুরু করবে এএআইবি(AAIB)। ব্ল্যাক বক্স হল বিমানের উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ককপিটের কথোপকথন রেকর্ড করার যন্ত্র। এই যন্ত্রটি উদ্ধার করে ঠিকঠাক পরীক্ষা করা গেলেই বিমান দুর্ঘটনার কারণ জানা যাবে। আহমেদাবাদের ঘটনা নজরে রেখে তদন্ত রিপোর্টে সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয় সুপারিশও করার কথা ওই সংস্থার।সংবাদ সংস্থা এপি-কে আহমদাবাদের পুলিশ কমিশনার জানান, সম্ভবত বিমানের সকল আরোহীই নিহত। অন্যদিকে, রয়টার্সকে আহমদাবাদ পুলিশ জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ ইতিমধ্যেই আনা হয়েছে।

আরও পড়ুন- Air India: দুর্ঘটনাগ্রস্ত বিমানে থেকেও প্রাণে বাঁচলেন এক যাত্রী
দুর্ঘটনার কবলে বিমান (AAIB)
গুজরাতে আহমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি(AAIB)। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানিনগর এলাকা।বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল। স্থানীয়দের দাবি, ওই হস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
