ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৬০ বছর বয়সে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Aamir Khan)। বিষয়টা নিয়ে যেন বিতর্কের (Controversy) শেষ নেই (Aamir Khan Controversy)। বলিউডের ( Bollywood) অন্দরে একের পর এক জল্পনা। কেউ নিন্দা করছেন, তো কেউ প্রশংসা। এবার এই বিতর্কে আমির খানের পাশে দাঁড়ালেন বলিউডের বিখ্যাত পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt)। কী বললেন তিনি?
প্রেমিকার সঙ্গে পরিবারের সাক্ষাৎ (Aamir Khan Controversy)
সম্প্রতি ৬০ তম জন্মদিন গিয়েছে বলিউড সুপারস্টার আমির খানের (Aamir Khan Controversy)। নিজের জন্মদিনের পার্টিতে পরিবার সবার সঙ্গে আলাপ করিয়েছেন তাঁর লাস্যময়ী প্রেমিকার সঙ্গে অর্থাৎ গৌরীর সঙ্গে। গৌরী বিনোদন দুনিয়ার কেউ নন। রীতিমত ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটাই দূরে। তবে আমিরের সঙ্গে সম্পর্কে আসার পর ধীরে ধীরে তিনি বলিউডে অভ্যস্ত হচ্ছেন। এও জানা যায়, আমিরের বহু ছবি তিনি দেখেননি। তবে আমিরের সঙ্গে গৌরীর পরিচয় প্রায় ২৫ বছরের। পরে প্রেমের সম্পর্কে পরিণতি পায়। এই মুহূর্তে বলিউডে আমিরের প্রেমিকা গৌরী ‘টক অফ দ্য টাউন।’ ইনি বেঙ্গালুরুর পাঁচতলা স্যাঁলোর মালকিন। এক সন্তানের মা।
বলিউডে সমালোচনার মুখে আমির (Aamir Khan Controversy)
যখন বলিউডে রীতিমত এই খবর জুড়ে সমালোচনা, আলোচোনা এবং তুমুল জল্পনা চলছে, তখন আমির খানের হয়ে নিজে থেকেই এগিয়ে আসলেন বিক্রম ভাট (Aamir Khan Controversy)। নিন্দুকরা বলছেন, ৬০ বছর বয়সেও আমিরের রসবোধ আছে। শুধু তাই নয়, আমিরের নামে অনেকে কুৎসা রটাচ্ছে।
আরও পড়ুন: Suman Dey: গরমে বোনদের সাথে কিতকিত খেলতেন সুমন! অন্ধকারে লুকিয়ে কী করতেন?
বিক্রম ভাটের বক্তব্য
এক্ষেত্রে পরিচালক বিক্রম ভাট বলেন, বয়স সংখ্যা মাত্র। যদি তিনি ৫০ বছর বয়সে গিয়ে বিয়ে করতে পারেন , তাহলে ৬০ বছরে এসে আমির খানের সঙ্গী খুঁজে পেতে দোষ কোথায়? আসলে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার ক্ষেত্রে কোনও বয়স হয় না। এক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ সাহচর্য। কেউই এই বয়সে নিঃসঙ্গ হতে চান না। এই বয়সে একজন সঙ্গীর প্রয়োজন। যে তোমার হাত ধরে থাকবে। তোমাকে বুঝবে। পাশাপাশি কঠিন সময়ে তোমার পাশে থাকবে। আমিরের এহেন সিদ্ধান্তের জন্য বিক্রম ভাট ভীষণ খুশি। সেটাও তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি শুভেচ্ছা জানিয়েছেন। বিক্রম ভাটের কথায়, আমির এত ভালো একজন মানুষ। তাঁর সঙ্গী সুখ প্রাপ্য।
আরও পড়ুন: Mohona Maiti: দেবকে ভালোবেসে ভেঙেছিলেন খাট! স্বপ্নপূরণে কী করেছিলেন মোহনা?
তৃতীয় বার বিয়ে
শোনা যাচ্ছে, আমির খান হয়ত তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন। আর এই খবর মেনে নিয়েছেন আমিরের পরিবারের সকল সদস্য। এমনকি সেই তালিকায় রয়েছেন প্রাক্তন দুই স্ত্রীও। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার ইরফানের পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে আমিরের প্রাক্তন দুই স্ত্রী এবং গৌরীকে।