Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি আমির খানের (Aamir Khan) ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) মুক্তি পেয়েছে । ছবির প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচকরাও। তবে এবারে তিনি হাত ধুয়ে লেগে পড়েছেন অন্য আরও একটি সত্যি ঘটনাকে পর্দায় তুলে ধরার জন্য। সদ্য ঘটে যাওয়া ঘটনাকে রোমহর্ষক গল্প হিসাবে পর্দায় নিয়ে আসতে চলেছেন আমির। কী গল্প তুলে ধরবেন? সত্যিই কী আসছে এমন কোনও গল্প?
খোঁজ খবর নেওয়া (Aamir Khan)
বেশ কয়েক দিন ধরে সমাজ মাধ্যমের পাতায় ‘হানিমুন হত্যাকান্ড’ নামে একটি খবর ছড়িয়ে পড়েছিল। যে কাহিনী শুনে সকলেই আশ্চর্য হয়েছিল। এবার সেই সত্য ঘটনা অবলম্বনে নাকি আমির (Aamir Khan) তৈরি করতে চলেছেন তাঁর নতুন ছবি। আমিরের প্রযোজনা থেকে ‘মেঘালয়ের হানিমুন হত্যাকাণ্ড’ নিয়ে কোনও ঘোষণা হতে পারে বলে অনুমান করছেন অনেকেই। কারণ আমির ও তাঁর সহযোগিরা ইতিমধ্যে খোঁজ করতে শুরু করে দিয়েছেন ঘটনাটি সম্পর্কে। শোনা গিয়েছে, আমির নাকি রীতিমত পড়াশোনা করছেন ‘মেঘালয় মাডার’ নিয়ে। অর্থাৎ সোনম রঘুবংশীকে নিয়ে নিত্যদিন খবরের কাগজ সহ নানা তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন তিনি ও তাঁর সংস্থা।
রহস্য রোমাঞ্চে ভরপুর (Aamir Khan)
আমির খানের (Aamir Khan) নতুন ছবিতে খুনি নতুন বৌমা, সোনমের গল্প তুলে ধরা হবে, বলে মনে করা হচ্ছে। যদিও আমির খান প্রোডাকশনের তরফ থেকে তেমন কিছু জানা যায়নি। তবে এই জল্পনা যদি সত্যি হয় ,তবে দর্শক আমিরের রহস্য রোমাঞ্চে ভরপুর এক নতুন ছবি দেখতে পাবেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: 21 July: ঘরে ফিরলেন রূপাঞ্জনা, সাথে দেবের সারপ্রাইজ! হাইলাইটেড চার নায়িকা
মূল কাহিনী
মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ড কী ছিল? গত ১১ মে রাজা ও সোনমের বিয়ে হয়েছিল। তাঁরা ২৯ মে মেঘালয় মধুচন্দ্রিমায় যান। সেখানে নিখোঁজ হয়ে যান দম্পতি। ২ জুন রাজার দেহ উদ্ধার হয় জলপ্রপাতের খাত থেকে। তবে সোনমের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে বলা হয়েছিল রাজাকে খুনের পর তাঁর স্ত্রীকে হয়ত অপহরণ করা হয়েছে। আর তাঁদের পরিবারের তরফ থেকে স্থানীয় দুষ্কৃতিদের দিকে অভিযোগ তোলা হয়। মেঘালয়ের পুলিশ এই ঘটনার তদন্ত করতে শুরু করে। আর এরই মাঝে ৯ জুন গ্রেপ্তার হয় সোনম ও তার প্রেমিক, সাথে তিন ভাড়াটে খুনি। অর্থাৎ সোনম তার প্রেমিকের সাহায্যে মধুচন্দ্রিমায় গিয়ে ভাড়াটে খুনিদের সাহায্যে স্বামীকে খুন করেছেন।
আরও পড়ুন: TMC 21 July Rally: দিদির ডাকে সাড়া, স্কটল্যান্ড থেকে ফিরে সোজা ২১-এর মঞ্চে দেব!
অভিনয়ে থাকবেন ?
আমিরে নতুন ছবিতে আমির কি শুধু প্রযোজক হিসেবেই কাজ করবেন, নাকি অভিনয়ও করবেন, তা অবশ্য জানা যায়নি। বর্তমানে ‘মহাভারত’ নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। যেহেতু তিনি ও তাঁর সহযোগীরা মেঘালয়ের হত্যাকাণ্ড নিয়ে খোঁজ খবর নিচ্ছেন, সেখানে অনেকেরই ধারণা, দর্শকের কাছে এই সত্য ঘটনা অবলম্বনে তিনি নতুন ছবি তৈরি করতে চলেছেন। তাই বলা হচ্ছে, মহাভারতের পর তাঁর নতুন ছবি সত্য ঘটনা অবলম্বনে। এই ছবিতে কারা কারা অভিনয় করবেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।