ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৫ এপ্রিল বড় (Aari) পর্দায় আসছে মা ছেলের দুষ্টু মিষ্টি সম্পর্কের ছবি ‘আড়ি’। মুখ্য ভূমিকায় রয়েছেন, যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) , নুসরত জাহান (Nusrat Jahan) এবং মৌসুমী চ্যাটার্জি (Moushumi Chatterjee)। ইতিমধ্যেই ট্রেলার দেখে চোখে জল এসেছে দর্শকের। মা এবং সন্তানের এমন রসায়ন পর্দায় আগে দেখেনি মানুষ। এই গল্প যেন ভীষণ চেনা হয়েও অচেনা। ছবি মুক্তির একদিন আগে প্রমোশনে এসে মৌসুমী দিলেন বড় বার্তা। পর্দার ছেলে অর্থাৎ যশের সাথে মৌসুমীর সম্পর্ক কেমন? কী বললেন অভিনেত্রী? সবটাই ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
বদলে গেছেন মৌসুমী (Aari)
প্রমোশনে এসে বেশ হাসি খুশি (Aari) মৌসুমী। প্রমোশনে যখন যশ বলেন, অনুষ্ঠানে তিনি আর্টিস্ট হিসেবে আসেননি। তখন মৌসুমী উত্তর দেন, ” আমার দুদিকে বসে রয়েছে ছেলে আর ছেলের বউ অর্থাৎ একদিকে যশ আর অপরদিকে নুসরত।” বহুদিন পর আবার বাংলা ছবিতে দেখা গেল মৌসুমীকে। এখন কলকাতা কতটা বদলেছে? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “মানুষ আমি বদলেছি, বদলাতে হয়েছে। অবস্থা বুঝে ব্যবস্থা হয়েছে। পুরো চিত্র জগত পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা বাংলা বলো আর বোম্বে বল। শুধু সাউথ চলছে রমরমিয়ে। আর তোমরা পুরনো ছবি সব রি রিলিজ করছ। ভালো ছবি কোথায় তৈরি হচ্ছে?”
সন্তানের যত্ন ছাড়া বাবা মা বাঁচতে পারে না (Aari)
বাবা-মা বৃদ্ধ হলে সন্তানদের উচিত বাবা-মায়ের খেয়াল (Aari) রাখা। এ প্রসঙ্গে বড় বার্তা দেন মৌসুমী, বলেন “মা যখন সন্তানকে জন্ম দেয়, মাকে কেউ বলতে আসে না যে, সন্তানকে কিভাবে কোলে নেবে। কিভাবে ধরবে। কিভাবে স্নান করাবে। হ্যাঁ, কিছু লোক দেখিয়ে দেয়। কিন্তু যখন মা বাবার বয়স হয়ে যায়, অনেকেই চান মাথার উপর কেউ থাকুক। ছেলে মেয়ের যত্নের দরকার। তাদের যদি না বোঝো, তাহলে তারা বাঁচতে পারবে না।”
সন্তানের কাছে বাবা মায়ের হেনস্থা
সন্তানের কাছে কখনও কখনও হেনস্থা হন বাবা মায়েরা। যা একেবারেই উচিত নয়। অভিনেত্রী মৌসুমীর কথায়, “যখন সন্তান জন্মায়, তখন মা সন্তানের খেয়াল রাখেন। কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের কাছে মায়ের খেয়াল রাখার সময় থাকে না। আড়ি ছবি যারা দেখবে, তারা সেই বিষয়টা উপলব্ধি করতে পারবে। বাচ্চারা যদি কাপড় জামা নোংরা করে ফেলে, সেটা মা-বাবা পরিষ্কার করে দেয়। কিন্তু বৃদ্ধ বাবা মা যদি সেটা করে ফেলে, নিজের চোখে দেখেছি, তখন সন্তান বাজে ব্যবহার করে। সন্তানের কাছে বাবা-মা হেনস্থা হয়। এই বিষয়টা আড়িতে রয়েছে।”
আরও পড়ুন: SSC Scam: এসএসসি বিতর্কে নতুন মোড়, ১৮০৩ জনকে বাদ দিয়ে রাজ্যের নতুন ‘যোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ!
আড়ি ছবিতে মিরাকেল
ইতিমধ্যে ট্রেলার দর্শকদের মন ছুঁয়ে হয়ে গিয়েছে। এর ইউএসপি হল মৌসুমী এবং যশের অভিনয়। অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি এ প্রসঙ্গে বলেন, “এটা একটা মিরাকেল বলতে পারো। আমাদের যে চয়েসটা রয়েছে অর্থাৎ আড়িতে আমার আর যশের যে কেমিস্ট্রি সেটা মানুষ দেখছে। আমার পুরো ইউনিটটাকেই মনে হয়েছে, আমার বাড়ি। একটা ভালো ছবি একজন মানুষ বানাতে পারে না। একজন মানুষকে তুমি পুরো ক্রেডিটও দিতে পারবে না। আমার সৌভাগ্য যে, আমি এই ছবিটা এই বয়সে এসে পেয়েছি। আড়ি ছবিটা দেখে যখন মানুষ হল থেকে বেরোবে, এর আবেশটা থেকে যাবে।”