ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড় পর্দায় আসছে মা ছেলের দুষ্টু মিষ্টি সম্পর্কের ছবি ‘আড়ি’ (Aarii)। ট্রেলার (Aarii Trailer) প্রকাশ্যে আসতেই কেঁদে ফেললেন দর্শকরা। পর্দায় মৌসুমী এবং যশের এমন গল্প আগে দেখেননি। মা ছেলের গল্প, কিন্তু ভীষণ চেনা হয়েও যেন অচেনা। এক অদ্ভুত অসাধারণ রসায়ন। এমনটাই বলছেন দর্শকরা। যেখানে প্রশংসা কুড়োচ্ছে মৌসুমী চ্যাটার্জি (Moushumi Chatterjee), নুসরত জাহান (Nusrat Jahan) থেকে শুরু করে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) অভিনয়।
মায়ের সমস্যায় জেরবার যশ (Aarii Trailer)
প্রথমে নুসরতকে (Aarii Trailer) বলতে শোনা যায়, “গল্পটা খুব অদ্ভুত, কিছুটা রাগ আর কিছুটা অনুরাগের। মা ছেলের এমন গল্প বলাই হয়নি আগে।” প্রায় সময় একটা করে কাজের লোক তাড়িয়ে দিচ্ছেন মা। সেই সমস্যায় জেরবার ছেলে যশ। মায়ের ভূমিকা রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ট্রেলারের এক দৃশ্যে স্ক্রিনে লেখা “সেই চেনা মুখ, সেই বালিকা বধূ, এবার জয়া হয়ে ফিরছেন মৌসুমী…।”
মা’কে কেন্দ্র করে ছেলের গল্প (Aarii Trailer)
মা ছেলের অসাধারণ সম্পর্কের গল্প রয়েছে এখানে (Aarii Trailer)। এক ঝলকে মৌসুমীকে যশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “তুই আমার ছেলে না বাপ যে আমাকে শাসন করিস।” আবার কখনও বা মৌসুমীর মুখে শোনা যায়, “আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না, তো তুই কিভাবে আমাকে সহ্য করবি?” ‘আড়ি’তে যশের গল্প এখানে মা’তে শুরু, মা’তেই শেষ।
আরও পড়ুন: Tui Amar Hero Update: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোহনা! বাধ্য হয়ে বসছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে?
লেখিকার চরিত্রে নুসরত
ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, এ ছবির গল্প হতে চলেছে মা এবং ছেলের সম্পর্ককে কেন্দ্র করে। যে ছেলে তার মাকে আগলে রাখে। নির্দিষ্ট সময়ের পর মৌসুমী তার স্মৃতি হারিয়ে ফেলেন। এমনকি নিজের ছেলেকেও চিনতে পারেন না। সারাক্ষণ খুঁজতে থাকেন তার স্বামীকে। আবার কখনও বা নিজের ছেলেকে স্বামী মনে করেন। তারপরেই লেখিকার চরিত্রে গল্পে এন্ট্রি নেন নুসরত জাহান। মায়ের জন্য ছেলের লড়াইয়ে যশের পাশে দেখা যায় তাঁকে। ট্রেলার জুড়ে প্রচুর মজার সংলাপ রয়েছে। কিন্তু ট্রেলারের শেষে রয়েছে হৃদয় বিদারক দৃশ্য। মা হারা এক সন্তানের লড়াই। এছাড়াও এক ঝলকে একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে, ইউটিউবার উন্মেষ গাঙ্গুলীকে।
আরও পড়ুন: Saif Ali Khan: সইফ কাণ্ডে বাড়ল বিপদ! অভিযুক্তের বিরুদ্ধে জমা হাজার পাতার চার্জশিট
প্রশংসায় ভাসছে নেটপাড়া
ট্রেলার দেখে প্রশংসায় ভাসছে নেটপাড়া। এক দর্শক মন্তব্য করেন ” অসাধারণ ট্রেলার। প্রথমে যেমন হাসিয়েছে, তেমনই শেষে চোখে জল এনে দিয়েছে। মা ছেলের গল্পটাও ভীষণ ইউনিক এবং ইমোশনাল। মৌসুমী চ্যাটার্জির অভিনয় আগের মতই অনবদ্য। আর লাস্ট সিনে যশের অভিনয় অসাধারণ। নিঃসন্দেহে যশের সেরা পারফরম্যান্স। অনেক শুভেচ্ছা রইল আড়ির জন্য।” আর এক দর্শকের বক্তব্য, “সত্যি অসাধারণ হয়েছে গল্পটা। ভীষণ ভালো লেগেছে । মা ছেলের এই মিষ্টি সম্পর্কের মুভি ট্রেলার আর মা ছেলের অভিনয় জাস্ট ফাটাফাটি।” ট্রেলার দেখে ইতিমধ্যেই অনেকের চোখে জল এসেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫শে এপ্রিল।