ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৬-র এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ও যোগ্য চাকরিপ্রার্থীদের (Abhijit Ganguly on SSC) তালিকা প্রকাশের দাবিতে অনশন কর্মসূচি শুরু হয়েছে এসএসসি দফতরের সামনে। বৃহস্পতিবার সকাল থেকেই এই আন্দোলনে যুক্ত হয়েছেন একাংশ চাকরিহারা শিক্ষক। তাঁদের পাশে দাঁড়াতে সেই জায়গায় পৌঁছে যান বিজেপি নেতা তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল।
শনিবার থেকে বড় আন্দোলনের হুঁশিয়ারি (Abhijit Ganguly on SSC)
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার সময় অভিজিৎ সরাসরি রাজ্য (Abhijit Ganguly on SSC) সরকারকে কটাক্ষ করে বলেন, “সরকার জানে তাদের দোষ আছে। নিরীহ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে মামলা করছে, অথচ প্রকৃত দোষীদের আড়াল করছে। এরা বিচার নয়, রাজনীতি করতে চায়।” তিনি জানান, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের জন্য দু’দিন সময় দেওয়া হয়েছে। তা না হলে শনিবার থেকে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ (Abhijit Ganguly on SSC)
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন (Abhijit Ganguly on SSC) অভিজিৎ। বলেন, “এই লাঠিচার্জ, গ্রেপ্তার— সব কিছুই মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। তিনি চাইছেন না সত্যটা সামনে আসুক। অনশনকারীরা অসুস্থ হয়ে পড়তে পারেন, পুলিশ আবার হঠাৎ আক্রমণও করতে পারে। তাই আমরা পাশে দাঁড়াতে এসেছি।” উল্লেখযোগ্য, কসবা এলাকায় গতকাল চাকরিপ্রার্থীদের উপর পুলিশি লাঠিচার্জ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
অনশনকারীদের পাশে বিজেপি নেত্রী
বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “যাঁরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের নাম বের করলেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সরকার তাঁদের আড়াল করছে কেন? যোগ্যরা পথে বসেছেন, আর অপরাধীরা বহাল তবিয়তে!” তিনি অনশনকারীদের পাশে থাকার বার্তা দেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমি অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে মনে করিয়ে দিতে চাই, আপনি একসময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। আপনাকে সরানো হয়েছিল রাজনৈতিক কারণে। আজ যদি নিজে মেরুদণ্ড সোজা রেখে কাজ করেন, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে সত্য বলুন, কাউকে ভয় পাবেন না।”
আন্দোলন এখন আরও জোরালো হওয়ার দিকে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্য সরকারের অবস্থান, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ও এসএসসি কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর আন্দোলনকারীদের। শনিবারের মধ্যেই ওএমআর প্রকাশ না হলে ফের উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতি।