ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্য পরিষেবার এবার ‘ডায়মন্ড হারবার মডেল’। নিজের লোকসভা কেন্দ্রে এবার এক মাস ধরে মেগা স্বাস্থ্যশিবির আয়োজন করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলা অডিটোরিয়াম থেকে এই কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কম্যান্ড। যোগ দেন চিকিৎসকদের সঙ্গে আলোচনাসভাতেও। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নতুন বছরে ডায়মন্ড হারবারবাসীদের জন্য সুখবর দিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা কালে প্রশংসা কুড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গড় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র। ‘ডায়মন্ড হারবার মডেল’ জনপ্রিয়তা লাভ করেছিল। শনিবার বিকেলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের সম্মেলনের অনুষ্ঠানে এসে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করলেন। প্রকল্পের নাম “সেবাশ্রয়”।
আরও পড়ুন: Abhishek Banerjee: নয়া কর্মসূচির সূচনা অভিষেকের, ডায়মন্ড হারবারে চালু ‘সেবাশ্রয়’ প্রকল্প
আরও পড়ুন: Arambag Polytechnic College: ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত
এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে নাগরিকদের কাছে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পের শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের ২ তারিখ থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিধানসভায় চলবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা, ফলতা বিধানসভা, বজ বজ বিধানসভা, মেটিয়াবুরুজ বিধানসভা, সাতগাছিয়া বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, মহেশতলা বিধানসভা বিধানসভাতে টানা ১০ দিন এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। পরবর্তী সময়ে আরও পাঁচ দিন মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ডায়মন্ড হারবারবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা প্রদান করা হবে। প্রয়োজনে রাজ্যের বারোটি হাসপাতালে এলাকাবাসীদের চিকিৎসা করানো হবে বিনামূল্যে। এমনটাই ঘোষণা করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের এই সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, ও রাজ্যের পরিবহন দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ বিধানসভার বিধায়কগণেরা এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের চিকিৎসকেরা।
বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট ৮০০ জনেরও বেশি চিকিৎসক এই পরিষেবা দেবে বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রতিটি স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন পাঁচজনেরও বেশি চিকিৎসকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বছরের এই স্বাস্থ্য শিবিরের ঘোষণার পর খুশি ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দারা আবারও প্রশংসার পঞ্চমুখ হতে চলেছে ডায়মন্ড হারবার মডেল।
এ বিষয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষ আমাদের পরিবারের সদস্য। প্রতিটি মানুষের স্বাস্থ্যই আমাদের কাছে অমূল্যবান। আমরা প্রাথমিক পর্যায়ে ২০২৪ সালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছিলাম। সেই পরীক্ষা শিবিরে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছিল। এবার নতুন বছরের থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভায় প্রতিটি জায়গায় এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে।
শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষার শিবির নয় বিনামূল্যে ওষুধ প্রধান থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা দেয়া হবে সাধারণ মানুষদের। এমনকি ১২টি হাসপাতালে সাধারণ মানুষদের যাতে পরিষেবা এবং জটিল রোগ যদি থাকে সেই রোগের সমাধান হয় সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের কর্মীরা এবং আমাদের স্বেচ্ছাসেবক দল প্রতিটি ব্লকের ব্লকে যাতে এই স্বাস্থ্য শিবির সুসম্পন্ন হতে পারে দল মত নির্বিশেষে সেদিকেই নজর রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষেরা।