ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিবিআইয়ের সদ্য (Abhishek Banerjee) প্রকাশিত চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
চার্জশিটে কী লেখা? (Abhishek Banerjee)
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, একটি অডিয়ো ক্লিপে সুজয়কৃষ্ণ ভদ্র জানিয়েছেন যে, অভিষেক চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেছিলেন। যদিও চার্জশিটে অভিষেকের পরিচয় স্পষ্ট (Abhishek Banerjee) করা হয়নি, অন্যদের ক্ষেত্রে বিস্তারিত উল্লেখ রয়েছে।
হয়রানির উদ্দেশ্যে চার্জশিট
সঞ্জয় বসু আরও দাবি করেছেন, অভিষেক ইডি ও সিবিআই-কে পূর্ণ সহযোগিতা করেছেন, তবুও সিবিআইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। তাঁর মতে, এই চার্জশিট শুধুমাত্র অভিষেককে হয়রানির উদ্দেশ্যে দাখিল করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি চক্রান্ত।
সাক্ষীদের মতামত!
অডিয়ো ক্লিপটি আদৌ সত্য কিনা তা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি, সুজয়কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এর মধ্যেই সাক্ষীদের মধ্যে কয়েক জন ওই অডিয়োর সত্যতার কথা স্বীকার করেছেন। অন্তত এমনটাই জানিয়েছে সিবিআই।

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ!
তৃণমূলের নেতাদের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি রাজনৈতিক স্বার্থের জন্য ব্যবহার করা হচ্ছে এবং অভিষেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণের অভাব রয়েছে। তাঁরা জানিয়েছেন, অভিষেক সত্যের পথে চলবেন এবং সব ষড়যন্ত্র উন্মোচনের জন্য লড়াই চালাবেন।