ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে (Abhishek Banerjee) উত্তাল ধর্মতলা। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের চড়া সুরে আক্রমণ করলেন বিজেপিকে। ভাষণের একেবারে শেষে দিল্লি পর্যন্ত কম্পন তোলার ডাক দিয়ে তিনি বলেন, “এমন ‘জয় বাংলা’ ধ্বনি তুলুন, যাতে দিল্লিও কেঁপে ওঠে।” এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত হাজার হাজার কর্মী-সমর্থকের মধ্যেও দেখা যায় আবেগের বিস্ফোরণ।
বিজেপিকে তীব্র আক্রমণ (Abhishek Banerjee)
অভিষেকের ভাষণে স্পষ্ট হয়ে ওঠে কেন্দ্রীয় সরকার ও বিজেপি বিরোধী (Abhishek Banerjee) মনোভাব। তাঁর অভিযোগ, “বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত করছে বিজেপি। কিন্তু ২০২৬-এর নির্বাচনের পর আমরা ওদেরই রাজনৈতিক ডিটেনশন ক্যাম্পে পাঠাব।” তিনি দাবি করেন, বিজেপি বাংলার সংস্কৃতি ও স্বতন্ত্রতা মেনে নিতে পারে না বলেই নানা রকম ফন্দিফিকির করছে রাজ্যে বিভাজন ঘটাতে।
বাংলার মানুষ ভয় পায় না (Abhishek Banerjee)
বক্তব্যে অভিষেক সরাসরি কটাক্ষ করেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং নির্বাচন কমিশনের (Abhishek Banerjee) ভূমিকা নিয়েও। তিনি বলেন, “একদিকে ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। এই দুই ‘ই’ হচ্ছে বিজেপির অস্ত্র। কিন্তু বাংলার মানুষ ভয় পায় না। আমরা মাথা নত করব না, গলা কেটে দিলেও মুখ থেকে বেরোবে ‘জয় বাংলা’।’’
বিজেপিকে চ্যালেঞ্জ
শুধু তাই নয়, তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “২০২৬-এর পর এমন দিন আসবে, যেদিন বিজেপির মুখেও আমরা ‘জয় বাংলা’ বলিয়ে নেব।” পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারিও দেন অভিষেক, যা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাংলাবিরোধী বিজেপি!
অভিষেকের দাবি, “বাংলার প্রথম দল হিসেবে আমরাই বিজেপিকে বাংলাবিরোধী বলেছিলাম। ওরা গরিব মানুষের পেটে লাথি মারতে চায়, টাকা আটকে দেয়। মাঠে না জিতে পিছনের রাস্তা ধরছে। বাংলার সংস্কৃতিকে তাচ্ছিল্য করে।”
আরও পড়ুন: Sukra Gochar: শুক্রের গোচরে খুলছে সৌভাগ্যের দ্বার, আসছে শুভ সময়…

আজ সভাস্থলে পৌঁছেই শহিদ বেদিতে নতজানু হয়ে শ্রদ্ধা জানান অভিষেক। কর্মীদের উদ্দেশে হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর পুরো বক্তৃতায় একদিকে যেমন ছিল বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ, তেমনই ছিল দলীয় কর্মীদের সাহস জোগানোর বার্তা। এই ভাষণ স্পষ্ট করে দিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে লড়াই শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ে দিল্লি পর্যন্ত কাঁপিয়ে তোলার হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে দিলেন অভিষেক, তৃণমূল পিছু হঠার দল নয়।