Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের (Abhishek Banerjee) বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান, যদি সত্যিই পশ্চিমবঙ্গে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, “এটা নিছক প্রশাসনিক গাফিলতি নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত। এমন অপরাধে অপরাধীদের ছাড় দেওয়া উচিত নয়।”
অভিষেকের হুঁশিয়ারি! (Abhishek Banerjee)
এখানেই থেমে থাকেননি অভিষেক (Abhishek Banerjee)। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, যদি একজনও প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে আগামী দিনে এক লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। তাঁর কথায়, “কমিশনকে জানিয়ে রাখছি, বিজেপির কেউ আপনাদের রক্ষা করতে পারবে না।”
আটকানো হয় সাংসদদের (Abhishek Banerjee)
সোমবার দিল্লিতে বিরোধী দলগুলির ডাকা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিল তৃণমূল (Abhishek Banerjee)। যদিও দিল্লি পুলিশ মাঝপথেই সেই মিছিল থামিয়ে দেয়। ধস্তাধস্তির মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগ ও সমাজবাদী পার্টির এক সাংসদ। এই ঘটনার কড়া সমালোচনা করে অভিষেক বলেন, “নির্বাচিত সাংসদদের এমন ভাবে আটকানো হয়েছে, যেন তাঁরা অপরাধী।”
কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি সত্যিই নিরপেক্ষ হয়, তবে সাংসদদের সঙ্গে খোলাখুলি আলোচনায় বসুক। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, “যদি কোনওরকম স্বচ্ছতা থেকে থাকে, তাহলে কমিশনের পক্ষ থেকে এগিয়ে এসে জনগণের প্রশ্নের উত্তর দেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে, কমিশন কার্যত বিজেপির হয়ে কাজ করছে।”

আরও পড়ুন: Daily Horoscope: গঠিত হবে ত্রিগ্রহী যোগ, কপালে সুখ কাদের?
ভোটার তালিকা ডিজিটাইজেশনের অভাব নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর মতে, ২০২৫ সালে দাঁড়িয়ে এখনও কেন ডিজিটাল তালিকা তৈরি হয়নি, তার জবাব দিতে হবে কমিশনকে। পাশাপাশি তিনি বলেন, যদি পূর্বের তালিকাতেই গরমিল থাকে, তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনও ত্রুটিপূর্ণ ছিল। সেই ভোটে নির্বাচিত মন্ত্রীদের সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। তাই অভিষেকের সাফ কথা, “প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভারই ইস্তফা দেওয়া উচিত। নতুন করে ভোট হোক, আমরা তার জন্য তৈরি।”