ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিরোধীদের করা অভিযোগে কার্যত শিলমোহর। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিতর্কিত স্যালাইন-কাণ্ড নিয়েও মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কারও গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও দিলেন তিনি।
বিতর্কিত স্যালাইন-কাণ্ড (Abhishek Banerjee)
চলছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার কর্মযজ্ঞ। বুধবার ফলতায় ‘সেবাশ্রয়’ পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন ‘বিষ স্যালাইন’কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ঠিক সেইসময় বিতর্কিত স্যালাইন-কাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, রাজ্য সরকার বিষয়টি দেখছে’। মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যুতে কারও গাফিলতি থাকলে কড়া পদক্ষেপের বার্তাও দিলেন অভিষেক।
আরও পড়ুন: Abhishek Banerjee: মতভেদ থাকতেই পারে,তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অকপট অভিষেক
দলের অন্দরে নজর অভিষেকের
অভিষেকের নজর শুধু প্রশাসনিক দিকেই নয়, নজরে রাখছেন দলের অন্দরও। তৃণমূলে যে গোষ্ঠীকোন্দল আছে। এদিন মেনে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও দলের এই ফাটল মেরামতে তৃণমূল সক্রিয় বলে জানান অভিষেক। মুখ খুললেন মালদহ-কাণ্ড নিয়েও। দুলাল খুনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘মালদহের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই এক নেতা।’ কোনও অপরাধের সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন, পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাউকেই রেয়াত করা হবে না, বলেও হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: Malda News: মালদহে ফের শ্যুটআউট, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১
দলকে কেউ দুর্বল করতে চাইলে রেয়াত নয়, সাফ জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। দলের ঊর্ধ্বে কেউ নন, এদিন দলের সকলকে বিনয়ী হওয়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তার নজর ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সেবাশ্রয়েও।