ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তৃতীয় মোদি (Narendra Modi) সরকারের বাজেটে বাংলার জন্য কী বরাদ্দ? তার দিকে নজর ছিল বঙ্গবাসী। কিন্তু প্রত্যাশাই সার। বাংলার ঝুলি রইল শূন্যই। এবার কেন্দ্রীয় বাজেটেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। ১ ঘণ্টা ১৬ মিনিটে বাজেট বক্তৃতায় আয়কর ছাড় থেকে সমস্ত জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার। যুব-মহিলা-কৃষক থেকে মধ্যবিত্তের জন্য ঢালাও বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক দাওয়াই মিলেছে নির্মলার ব্রিফকেসে। নির্মলা সীতারমণ বাজেট পেশ করতেই দেখা হেল, বাংলায় ঝুলি শূন্য। তবে বিহারের জন্য রয়েছে একাধিক ঘোষণা।
আরও পড়ুন: Income Tax Bill: আগামী সপ্তাহে পেশ নতুন আয়কর বিল, ঘোষণা নির্মলা সীতারমণের
চলতি বছরে ভোট বলেই বিহারকে এই ‘উপহার’, বাজেট ইস্যুতে মোদি সরকারকে তোপ দেগে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বললেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও (Union Budget 2025) ফের তা প্রমাণিত।’
কী বলেছেন অভিষেক? (Union Budget 2025)
অভিষেকের কথায়, যখন বাংলায় বিজেপির ১৮ জন সাংসদ ছিলেন সেই সময়ও বাংলা বঞ্চিত ছিল (Union Budget 2025) । এখন ১২ জন সাংসদ, এখনও পরিস্থিতি একই। বাংলার জন্য বরাদ্দ বলতে কিছুই নেই। এরপরই বিহারের বরাদ্দের পিছনে ভোটবাক্স ও শরিকি অঙ্ক বলেই দাবি করলেন অভিষেক। তিনি বলেন, “আগেরবার অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য ভাবা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের ভোট মিটে গিয়েছে। সামনে বিহারের নির্বাচন। সেই কারণেই বিহারকে এই উপহার।” তবে আয়ে কর ছাড় প্রসঙ্গে মন্তব্য করতে চাননি অভিষেক। বাজেট পুরোপুরি পড়ার পর এবিষয়ে যা বলার বলবেন বলেই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Union Budget 2025: নির্মলার বাজেটে মধ্যবিত্তের সুরাহা, ১২ লক্ষ পর্যন্ত আয়ে-কর ছাড়
শুধু বিহার বিহার আর বিহার, আর কোনও রাজ্য নেই নির্মলা! প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কারণ ভোট এবং শরিকি অঙ্কের সমন্বয় ঘটাতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট (Union Budget 2025) যেন আটকে গেল বিহারের সীমানাতেই। বাজেট বক্তৃতা তিনি যেমন দিলেন বিহারের মধুবনী শাড়িতে, তেমনই ভাষণের কেন্দ্রবিন্দুতেও রইল নীতীশ কুমারের রাজ্য।