ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় (Abhishek Banerjee) নেতৃত্বে উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলার উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি।
২১৫টির বেশি আসনের টার্গেট! (Abhishek Banerjee)
তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের আমি বলতে চাই, কাজে যেন কোনওরকম শিথিলতা না-আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার (Abhishek Banerjee) চেষ্টা করে যাচ্ছে। ২০২৬-এর লড়াইয়ের জন্য আমাদের তৈরী থাকতে হবে। আমরা বার বার ওদের গো-হারা হারিয়েছি। আমাদের নেত্রী বলেছিলেন, দুই তৃতীয়াংশের বেশি আসনে আমরা ক্ষমতায় আসব। আমি বলতে চাই, ২১৫টির বেশি আসন আমাদের পেতেই হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না।”
মানুষকে প্রতিদান দিয়েছেন অভিষেক
তৃণমূলের কর্মসূচিতে এর আগে বেশ কিছুদিন অলক্ষ্যেই ছিলেন অভিষেক। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি লোকসভা ভোটের পর তিন মাস ঘুমোতেই পারিনি। মানুষ আমাকে এত ভালবাসা দিয়েছেন, তার প্রতিদান তো দিতে হবে। তার পর আমি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে গিয়েছি। নেতাদের আমি বলব, ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না। জনমুখী কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের লক্ষ্য।”
আরও পড়ুন: Abhishek Banerjee: “ভয় পেয়েছে সিবিআই!”- চার্জশিট নিয়ে অকপট অভিষেক!
দলকে শৃঙ্খলার বার্তা
সবুজ সেনার সেনাপতি বলেছেন, “দলের শৃঙ্খলার বাইরে কেউ যাবেন না। অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকবেন বলে অনেক হয় বেশি কথা বলছেন। এটা করবেন না। আমার কত ক্ষমতা, তা দেখাতে গিয়ে আপনারা দলকে ছোট করছেন। দলের সঙ্গে যাঁরা বেইমানি করেছিলেন, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, ওঁদের আমিই চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও বেইমানদের লেজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।”
