ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে বিকাশ ভবন চত্বর। টানা তেরো দিন ধরে কলকাতার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ‘যোগ্য’ চাকরিহারারা। তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে। যদিও আন্দোলনকারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। এরই মধ্যে আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
শান্তির আবেদন অভিষেকের, “আন্দোলনের সারমর্ম হারাবেন না” (Abhishek Banerjee)
সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “আন্দোলন করার অধিকার সবার রয়েছে। আমি আন্দোলনকে ছোট করতে চাই না, তবে সেটা যেন অহিংস হয়। আমি চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙ দেওয়া হোক।”
তিনি (Abhishek Banerjee) আরও বলেন, “আমি কয়েকটি ভিডিও দেখেছি যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা গেট ভাঙার চেষ্টা করছেন। মহাত্মা গান্ধী অহিংসার কথা বলেছেন। আমিও যখন ১০০ দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লি গিয়েছিলাম, রাজভবনের সামনে অবস্থান করেছিলাম — কিন্তু হিংসার পথে যাইনি। হিংসা হলে আন্দোলনের আসল সারমর্ম নষ্ট হয়ে যায়।”
আরও পড়ুন: Teachers Summoned: লাঠিচার্জের পর এবার থানায় তলব শিক্ষকদের, চাকরিহারা ৫ শিক্ষককে পুলিশের নোটিস
আদালতের রায়ে চাকরিহারা, ফের পরীক্ষার সিদ্ধান্ত SSC-র (Abhishek Banerjee)
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। আপাতত শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং তাঁরা বেতনও পাবেন। কিন্তু অশিক্ষক কর্মীরা পুরোপুরি চাকরিহীন অবস্থায় রয়েছেন।

এসএসসি-কে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়োগের জন্য নতুন পরীক্ষা নিতে হবে। কিন্তু ‘যোগ্য’ চাকরিহারা চাকরি হারিয়ে আবারও পরীক্ষা দিতে রাজি নন। তাই তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে।
বিক্ষোভ ঘিরে উত্তেজনা (Abhishek Banerjee)
গত বৃহস্পতিবার থেকে আন্দোলন ঘিরে উত্তেজনা চরমে ওঠে। সরকারি দফতরে কর্মরত অনেক কর্মী, যাঁদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলা ও অসুস্থ স্বজন থাকা ব্যক্তিও ছিলেন, বিকাশ ভবনে আটকে পড়েন। আন্দোলনকারীরা তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন: Titagarh Blast: শৌচালয়ে মজুত ছিল বোমা! তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়
পরে পুলিশ ওই সরকারি কর্মীদের নিরাপদে বের করে আনতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা চালান। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে চড়েছে চাপানউতোর (Abhishek Banerjee)।
চাকরি হারানো ‘যোগ্য’ প্রার্থীদের দাবি নিয়ে আন্দোলন অব্যাহত। কিন্তু আন্দোলনের ধরন ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে — যা আন্দোলনের গণতান্ত্রিক স্বরূপ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।