ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রায় এক বছর পর অভিষেক (Abhishek Banerjee) নিজে থেকে এত বড় আকারে বৈঠক ডেকেছেন। শেষবার তিনি বৈঠক করেছিলেন গত লোকসভা নির্বাচন আগে। গত বছরের ২ জুন থেকে ১৫ মার্চের মধ্যে ২৮৫ দিনের যে বিরতি ছিল, সেই সময়কালে অভিষেকের ‘চুপচাপ’ থাকার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তবে শনিবারের বৈঠক থেকে স্পষ্ট হয়ে গেল যে, আসন্ন ছাব্বিশের নির্বাচনের জন্য ঘর গোছাতে শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
ভূতুড়ে ভোটার খুঁজতে তৎপর তৃণমূল (Abhishek Banerjee)
ছাব্বিশের নির্বাচনের আগে, জেলায় জেলায় ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল। শনিবার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে তৃণমূলের সব স্তরের নেতাদের ভার্চুয়াল বৈঠকে সেই উদ্যোগের ছবিই স্পষ্ট।এদিন ভার্চুয়াল বৈঠকে, ভূতুড়ে ভোটার খুঁজে বের করার জন্য অভিষেক (Abhishek Banerjee) জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দেন এবং সেই কমিটি গঠনের জন্য সময়সীমা বেঁধে দেন। এদিনের বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা অংশ নেন। অভিষেক আরও নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি পাঁচ দিনের মধ্যে গঠন করতে হবে, এবং ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠন করা হবে। ব্লক কমিটির সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে, ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে তৃণমূল ব্লক স্তরে নতুন পদ ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ তৈরি করছে।
আরও পড়ুন : Murshidabad: মুর্শিদাবাদে বল ভেবে বোমায় পা দিতেই বিস্ফোরণ, জখম শিশু
শাসকদলে রদবদল (Abhishek Banerjee)
শাসকদলে (TMC) রদবদল যে এখন অবশ্যম্ভাবী সেই সিদ্ধান্ত আগেই পরিষ্কারভাবে জানানো হয়েছিল। তবে সেই প্রক্রিয়া কবে শুরু হবে এবং তার খসড়া কী হবে, তা নিয়ে এখনও রাজ্য রাজনীতিতে নানা আলোচনা চলছেই। রদবদল নিয়ে চলা আলোচনা ও জল্পনার মাঝে, শনিবারের মহাবৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করেছেন যে, ২২ তারিখের মধ্যে নতুন জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন : Nabadwip: নিষেধ উপেক্ষা করে দোলে দেদার মাছ-মাংস খেলেন নবদ্বীপবাসী
‘নিজেরা ঝগড়া করে হেরেছেন’
চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় শাসকদলের ফল মোটের ওপর ভালো হলেও, পূর্ব মেদিনীপুর এবং বরাবরের কঠিন ক্ষেত্র মালদহে অপ্রত্যাশিত ফলাফল সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক আসনে বিজেপি জয়লাভ করেছে, আর মালদহে একটিতে বিজেপি এবং অন্যটিতে কংগ্রেস জয়ী হয়েছে। এই ফলের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করেছেন। শনিবার ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সর্বস্তরের নেতৃত্বের ভার্চুয়াল বৈঠকে অভিষেক মন্তব্য করেন, “নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা অন্য দলকে সুযোগ করে দিয়েছি। বিজেপি এবং কংগ্রেস ভুল প্রচার করেছে, কিন্তু আমরা তাদের পাল্টা জবাব দিইনি। আমরা অন্য দলকে সুযোগ করে দিয়েছি। মালদহে আমরা ব্যর্থ হয়েছি।”