ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক (Abhishek Banerjee) ইস্যুতে সরগরম বাংলার রাজনৈতিক মঞ্চ। তার মধ্যে অন্যতম হল এসআইআর (সিলেক্টিভ ইনক্লুশন রিভিউ) চালুর প্রস্তুতি, এনআরসি নোটিস এবং বাংলা ভাষার উপর ধারাবাহিক আক্রমণ। এই সব ইস্যুকে ঘিরে বিজেপির বিরুদ্ধে জোরদার প্রতিবাদ গড়ে তোলার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতৃত্বদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা (Abhishek Banerjee)
সোমবার একটি ভার্চুয়াল বৈঠকে প্রায় নয় হাজার তৃণমূল নেতৃত্বদের (Abhishek Banerjee) উদ্দেশ্যে অভিষেক বলেন, কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের হাত ধরে রাজ্যে এসআইআর চালু করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ইতিমধ্যেই অসমে বহু বাঙালি এনআরসির নোটিস পেয়েছেন, এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে সতর্ক করতে দলের সাংসদ, বিধায়ক ও অঞ্চল নেতৃত্বকে বুথভিত্তিক সভা করার নির্দেশ দেন তিনি।
‘জয় বাংলা’ স্লোগানকে আন্দোলনের হাতিয়ার করার নির্দেশ (Abhishek Banerjee)
অভিষেক তার বক্তব্যে বলেন, “বিজেপি বলছে বাংলায় ১ কোটি মানুষের নাম বাদ যাবে (Abhishek Banerjee)। আমি চ্যালেঞ্জ করে বলছি, ১ জনের নাম বাদ দিয়ে দেখাক। বিজেপির বড় নেতা বাংলার মাটিতে পা রাখুক, মানুষই জবাব দেবে।” রাজ্যজুড়ে ‘জয় বাংলা’ স্লোগানকে আন্দোলনের হাতিয়ার করার কথাও বলেন তিনি। বিজেপি যেখানে এই স্লোগানের বিরোধিতা করছে, সেখানে দলীয় নেতাদের নির্দেশ দিয়ে অভিষেক বলেন, “বিজেপি নেতাদের দেখলেই জয় বাংলা বলুন।” তিনি অভিযোগ করেন, বাংলার সংস্কৃতি ও ভাষার উপর পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে বিজেপি। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ সংক্রান্ত মন্তব্যও যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা স্পষ্ট করেই বলেছেন তিনি।

পাওনা টাকা আটকে রেখেছে কেন্দ্র
রাজ্যের পাওনা ১.৭৫ লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলেও অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, “যদিও কেন্দ্র টাকা দেয়নি, আমাদের সরকার কিন্তু মানুষের জন্য উন্নয়ন থামায়নি। আমরা নিজের পয়সায় কাজ করছি। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি তার বড় উদাহরণ।” তিনি আরও জানান, কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতাদের আগেই এনআরসি ইস্যুর জন্য তৎপর হতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বিজেপির প্রভাব কমাতে এখন থেকেই সংগঠনকে মজবুত করার ডাক দেন তিনি। তাঁর বার্তা, “কে নাগরিক, সেটা ঠিক করবে বিজেপি? মানুষকে বোঝান, বিজেপি কেড়ে নিচ্ছে, আমরা দিচ্ছি।”
আরও পড়ুন: Ghatal Flood Situation: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দিলেন অ্যাকশনের হুঁশিয়ারি!
সবশেষে অভিষেক স্পষ্ট করে দেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলে কোনও অন্তর্দ্বন্দ্ব চলবে না। তিনি বলেন, “আমি-তুমির রাজনীতি বন্ধ করতে হবে। আমরা একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলব,”