ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের নির্বাচনের আগে জেলায় জেলায় ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে তৎপর তৃণমূল। শনিবার তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বৈঠকে (Abhishek Meeting) দেখা গেল সেই তৎপরতাই। ভূতুড়ে ভোটার খুঁজতে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। কমিটি গঠনের জন্য বেঁধে দিয়েছেন সময়সীমাও।
জেলা কমিটি গঠনের নির্দেশ (Abhishek Meeting)
গত ২৭ ফেব্রুয়ারি ভূতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসরে নামতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Meeting) । ছাব্বিশের নির্বাচনের আগে ভূতুড়ে ভোটার প্রসঙ্গে শনিবার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক। জেলা কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। আগামী ৫ দিনের মধ্যে জেলা কমিটি গঠনের নির্দেশ দিলেন দলের সেকেন্ড ইন্ড কম্যান্ড। ২১ থেকে ২৭ দিনের মধ্যে ব্লকে ব্লকে কমিটি গঠন করা হবে। শনিবারের মেগা বৈঠক থেকে সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের শনিবাসরীয় মেগা বৈঠক, ছাব্বিশের আগে অ্যাকশন মোডে সেকেন্ড ইন কমান্ড
সেখানে সন্দেশখালি, আরজি করের উদাহরণ টেনে দলের নেতা কর্মীদের অভিষেক বোঝাতে চেয়েছেন, ২৬ এর বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে পারে বিরোধীরা (Abhishek Meeting) । তাই শুধু সাংগঠনিক কাজ দেখভাল করলেই হবে না, চোখ-কানও খোলা রাখতে হবে। দেখতে হবে, কোথাও কোনও ষড়য়ন্ত্র তৈরির চেষ্টা হচ্ছে কিনা। এ ব্যাপারে নেতা, কর্মীদের আরও বেশি করে জনসংযোগ বৃদ্ধি পরামর্শও দেন তিনি।
আইপ্যাক নিয়ে বিশেষ বার্তা (Abhishek Meeting)
শুধু তাই নয়, আইপ্যাক নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Meeting)। “আমার অফিসের ও আই প্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। সকলকে সতর্ক থাকার কথাও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেরিফাই করার জন্য নম্বরও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।